সারাক্ষন মনে হয়
কিছু একটা নাই;
থাকলে ভালো হতো
না থাকলেও ক্ষতি নেই;
অযথাই "না থাকার" রোগে আক্রান্ত হই।
কি নেই, তা যেমন জানি না
কি রাখতে চাই, তাও জানি না;
যৌক্তিক ভাবে
এসব পরোয়া করি না;
মনের সাথে তবুও
যুদ্ধ শেষ হয় না।
কতজন এমন রোগে আক্রান্ত
পরিসংখ্যান অজানা;
হয়তো, আমিই একজন
কিংবা, আরো আছে, বলতে মানা।
"কিছু একটা", হতে পারে;
বস্তুগত চাহিদা রেখাভাব
মানুষের প্রভাব
কিংবা, অযৌক্তিক স্বভাব
হতেও পারে, আধ্যত্মিকতা অনুশীলনের অভাব।
কারন যাই হউক
ফলাফল দৃশ্যমান;
এটা দূরীকরনে দাগাতে হয় না কামান।
শুধু প্রয়োজন
নিমগ্ন আহবান।
কার কাছে, কার আহবান?
জানুয়ারি ১৯, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা