তোমার সাথে আমার
পরিচয় না হলেই ভালো হোত;
দেখা না হলে, আরো ভালো হোত
আমি বেচে থাকতে পারতাম
নিজের মত করে
সুখে কিংবা অসুখে।

এখন
সুখ কিংবা অসুখ, কোনটাই নেই
কি আছে, কি নেই
জানি না।
কি থাকতে পারতো, তাও ভাবতে পারি না

কেবল জানি,
একটা শূন্যতা আছে
একটা দহন আছে
জীবনকে শুরু থেকে শুরু করতে না পারার তীব্র এক বেদনাবোধ আছে।

আর, আছে অনেক কিছুই
তুমি আছো, সংসার আছে
অর্থনৈতিক নিরাপত্তা আছে
প্রকৃতির নিয়মে, ছেলে মেয়েও আছে
ফ্ল্যাট আছে, গাড়ি আছে
একটি গতিশীল জীবনও আছে
শুধু আমি নেই, আমার কাছে।

চাকচিক্যের এই জীবনে প্রান নেই
আমি জীবিত আছি
কিন্তু, বেঁচে নেই।

জানুয়ারি ৬, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা