এবং
আমি একই
রোদ পোহাতে শুরু করেছিলাম
এখন
মৃত ছায়া
আমায় আগলে রাখে

যদিও
জীবন সংগ্রামের সাকোটা ছিল সরু
তবুও
যুদ্ধে জয়ী হয়েছিলাম

কিন্তু
একটা ক্ষমার অযোগ্য ভুল করলেই
এখন
আকাশটা হয়ে গেল নিঃস্ব

ডিসেম্বর ২৭, ২০২২, বিকেল ৩টা
মতিঝিল, ঢাকা