কথাটা দিয়েছিলে
রাখলেও পারতে;
একটাই তো কথা ছিলো
একবারই তো কথা দিয়েছিলে
কি গভীর আস্থা আর ভরসায়
অপেক্ষায় ছিলাম!!
সে তুমি জানো না
অবশ্য জানার প্রয়োজনও নেই তোমার
বিখ্যাত মানুষেরা কথা রাখে না
জনপ্রিয় মানুষেরাও না;
আমি কোনটাই না
অবিখ্যাত মানুষেরা কথার অপেক্ষায় থাকে।
কথাগুলো মিথ্যে হয়
সত্যও হয়;
সত্য এবং মিথ্যের মাঝে কিছু গল্প থাকে
গল্পগুলো দেয়াল তৈরি করে
দেয়ালে নোনা ধরে
কখনো বা দেয়াল খসেও পড়ে
একটা দেয়ালের বয়স কত হয়?
আমার অপেক্ষার চেয়ে বেশি হয় না
এটা নিশ্চিত;
আমি অপেক্ষাকে আগলে রাখি
নিজের মত করে
অন্যের দৃষ্টিসীমার বাইরে।
আমি বাইরেই ভালো থাকি।
আগেও বাইরে ছিলাম
এখনো বাইরেই আছি
সেপ্টেম্বর ৫, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা