১২০১
চোখের পানি যখন
তেল হয়ে
অন্ধকার রাতে লন্ঠন জ্বলে
প্রলম্বিত আলোয়
সামনের পথটা ঘোলাটে হলেও
পরিস্কার দেখা যায়

কখনো কখনো
সময় এবং ইচ্ছেশক্তি দুটোই
স্থির হয়ে থাকে

অস্থির প্রেক্ষাপটে
সময় হয়ে যায় স্থির
স্থির প্রেক্ষাপটে
সময় থাকে বেশ অস্থির

জুন ১৭, ২০২৪ রাত ৮টা
মিরপুর, ঢাকা

১২০২
পুরোটা সময় আমরা একসাথেই
থাকবো, একসাথেই হাটবো
এমনটা কথা ছিল না
হয়তো আবশ্যিকও ছিল না

নিশ্চিত চুক্তিগুলোও
আজকাল কেউ রাখে না
অলিখিত চুক্তি
মেনে চলার প্রশ্নই আসে না

নিরাপদ আশ্রয়ের সন্ধান
সবারই অধিকার
নিশ্চিত সুখের অন্বেষণে
কেনই বা পিছপা হবে

জুন ১৭, ২০২৪ রাত ৮টা
মিরপুর, ঢাকা

১২০৩
জীবন্মৃত মানুষের লাশের
উপর দিয়ে হেঁটে চলে
একজন যুবক-যুবতী
তাদের কোন উদ্বিগ্নতা নেই

তারা মুহুর্তে মিথ্যে করে দিয়েছে
সমস্ত অতীত
তাদের দেহের জড়তা নেই
ব্যাথার নীল শিরা উপশিরা সম্পর্কে তাদের কোন ধারনা নেই

জুন ১৯, ২০২৪ ভোর ৭টা
মিরপুর, ঢাকা

১২০৪
মেঘের প্রতিভাগুলো
বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে
অথচ; প্রতিভা খরচ না করেই
মানুষের ভালোবাসা পায় বৃষ্টি

অতিথি পাখির গায়ে মাতাল গন্ধ
নেশাগ্রস্থ হয় মানুষ
জীবনের আদি প্রয়োজনে নেশা হয়
নেশা কেটে গেলে ফিরে আসে নিজের কাছে

জুন ২২, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১২০৫
কোন কোন ভিজে যাওয়া স্মৃতির পাতা
আগুনের তাপে
শুকোতে হয়

কোন কোন স্মৃতির পাতা
দহনে দহনে পুড়ে গেলে
কান্নার জলে ভেজাতে হয়

মলিন হওয়া স্মৃতির পাতা
ধূষর রঙ ধারণ করলে
কল্পনার রঙে জীবন্ত করে নিতে হয়

এটাকে হয়তো বেচে থাকা বলে না
টিকে থাকা তো হয়!?!

জুন ২১, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা