১৩২১

বেকার ঘুমন্ত উঠোনে
হঠাৎ বাতাসের আঘাত
সব ধূলিস্যাৎ
কিছুটা নীরবতা, নিস্তব্ধতা..

ছোট গোলমরিচের ধাধায়
মরচে ধরা মাটিতে
আগমনী উল্লাস;

জলন্ত উনুনের ধোয়ায় ছেয়ে যায় আকাশ
মানুষ ভিজে চলে অবিরল
অজানা ঝরনাধারার নীচে

ফেব্রুয়ারী ২১, ২০২৫ রাত ১১টা
মিরপুর, ঢাকা

১৩২২

আমি খুন হই
আবার জেগে উঠি।
মৃত আত্মার স্পর্শে জেগে ওঠা
আমি; সমুদ্র তুফানে ভেসে যাই

আমার বহমান
ভেতর ও বাহির
একে অপরের কাছে অপরিচিত
উত্তাল ঢেউ ও সীমানানির্ভর থাকে

আমি ক্রমাগত
ভেসে যাই
মৃত্যুমুগ্ধ সমুদ্রের মাঝখানে...

ফেব্রুয়ারী ২০, ২০২৫ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১৩২৩

দূরে চলে যাই
পরস্পরের চোখের মধ্য দিয়ে
আড়ালে থাকি
অনুভূতির মধ্যেই রাখি

অস্তিত্বের ভেতর
জটলার অস্থির দোলাচল
তীব্র এক নেশার মেডিসিন
সেবন করেছি
তবে কি, মুক্তি নেই আর!!!

ফেব্রুয়ারী ২০, ২০২৫ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১৩২৪

আলো না পেলে
ছায়াও ছেড়ে যায় স্বেচ্ছায়!!

তোমাকে আলোর ভুবনে দেখি
প্রতিবিম্বিত ছায়ার সাথে

আলোহীন তুমি নিষ্প্রান
আমার কাছে আলো নেই; এখন আর

ফেব্রুয়ারী ১৮, ২০২৫ রাত ১১টা
মিরপুর, ঢাকা

১৩২৫

কোন কোন বিরহ
চোখে চশমা পড়ে, চশমা খোজার মতোই

চশমাটা নিজের শরীরেই
অংশ হয়ে ওঠে
যদিও চশমাটা বাইরে থেকে আসা

বিরহ ছাড়া যেন বা
আর কোন যাপন নেই
যেন বা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে বিরহ

ফেব্রুয়ারী ১৮, ২০২৫ সন্ধ্যা ৬টা
মিরপুর, ঢাকা