১৩১৬
কোন এক অন্ধকার পথ
তাকিয়ে থাকে আমার দিকে
হা করা মুখ
খোলা প্রান্তর
প্রতি রাতে বন্ধ দরোজার পাশে
বিষদাতের শেকল
টানে আমায়
এক টুকরো আগুনে অগ্নিদগ্ধ হতে হতে
বেচে যাই কোন রকম!!
আবার শুরু করি
নুতন দিনের যাত্রা
ফের রাত্রিটি ফিরে আসে
বারবার
প্রতিদিন, প্রতিরাতে
ফেব্রুয়ারী ৬, ২০২৫ রাত ১১টা
মিরপুর, ঢাকা
১৩১৭
পারস্পরিক নি:শ্বাস
জড়িয়ে থাকে; একই শহরের বাতাসে
যোজন যোজন দূরত্বে
অনতিক্রম্য দূরত্ব
সুখ এবং দহনের জন্ম দেয়
রোদ এবং বৃষ্টির কনট্রাষ্ট
প্রকৃতির নান্দনিকতা
দহনের বীর্যে সুখের জন্ম; এবং
সুখের গর্ভে দহনের প্রস্রব
কনট্রাষ্ট!!!
ফেব্রুয়ারী ৮, ২০২৫ রাত ১২টা
মিরপুর, ঢাকা
১৩১৮
সামাজিক ধুলোবালির মধ্যে
হামাগুড়ি খায়
প্রথাবিরোধী কবি
অথচ, জমকালো পোষাকের আড়ালে
সচেতনভাবেই লালিত হয়
অভিজাত প্রভু ভক্তি
বাকচাতুর্যে কথা চলে নির্বিঘ্নে
স্নায়ু জরার ভেতর লুকানো থাকে
হাসি আর আহ্লাদের পরাজয়
ফেব্রুয়ারী ৯, ২০২৫ সকাল ৮টা
মিরপুর, ঢাকা
১৩১৯
সম্পুর্ন স্বাধীনতায় কোন সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না।
সম্পর্কে পরাধীনতা জরুরী
"অনুভবের পরাধীনতা"
কাজে, কর্মে, কথায়, চলাফেরায় স্বাধীন
অনুভূতিতে, অনুভবে পরাধীন
অসম্ভব এক সুন্দর জীবন উদযাপন
কেবল, তখনই সম্ভব
ফেব্রুয়ারী ২২, ২০২৫ সকাল ৮টা
মিরপুর, ঢাকা
১৩২০
সারাদিন কথা বললেও
তুমি আমায় বুঝবে না
মন থাকে এক মিনিট
পাশে বসলে, চোখে চোখ রাখলে
হাজারগুন বেশি বুঝবে
কথায়, সব কথা প্রকাশ হয় না
অনুভূতিতে অনুভব ছাড়া
ভালোবাসা জন্মায় না
ফেব্রুয়ারী ২২, ২০২৫ সকাল ৮টা
মিরপুর, ঢাকা