আমার সারাক্ষন মনে হয়
"কিছু একটা নেই"
"কিছু একটা হারিয়ে গেছে"

কি নেই? কি হারিয়ে গেছে? কখন হারালো?
কিছুই মনে করতে পারি না

ঝাপসা একটা "না থাকার অনুভূতি"
অনুভব করি প্রতিনিয়ত
সারাক্ষন তাড়িয়ে বেড়ায়

কিসের এমন অনুভূতি
আমাকে অস্থির করে তোলে?
বিমর্ষ করে দেয়!

কিছুই সনাক্ত করতে পারি না

সম্ভবত, "জীবনকে হারিয়ে ফেলার অনুভূতি"

সম্ভবত, " নিজের সাথে দেখার না হওয়ার অনুভূতি"

সম্ভবত, "কথাগুলো জমে বরফ হয়ে যাবার অনুভূতি"c

অনুভূতিগুলো মাঝে মাঝেই
অনুভীতিহীন হয়ে যায়

অনুভব যখন অনুভূতিহীন হয়
তখন বেশি কষ্ট হয়
অনেক বেশি যন্ত্রনাদগ্ধ সময় কাটে তখন

কিছুদিন আগে
আকাশে একটি চিল উড়তে দেখেছিলাম

তারপর থাকেই
আমার এই অসুখটা বাসা বাধলো মনে

চিলের ডানা ঝাপটা
কতোটা হিংস্র হয়, তা জানা ছিল না

এখন জানি
সম্ভবত, এই জানাটাই আমার

অসুখের মূল কারন

জানুয়ারী ১৯, ২০২৫ রাত ১২টা
মিরপুর, ঢাকা

#টুকরো_ভাবনা_প্রতিদিন