কেউ কেউ
কর্ম থেকে অবসর নেয় না
অথচ, জীবন থেকে অবসর গ্রহন করে
আবার উল্টোটিও হয়
আমি তবে করতে যাচ্ছি কোনটি?
কেউ কেউ
মৃত্যুর কাছাকাছি থেকেও
মৃত্যুকে বরণ করে না
আবার, উল্টোটিও হয়
মৃত্যু বরণ করেও, জীবনে থেকে যায়
আমি তবে করতে চাচ্ছি কোনটি?
কেউ কেউ
জীবনের কাছাকাছা না থেকেও
জীবনকে খুঁজে পায়
আবার উল্টোটিও হয়
জীবনের সাথে জড়িয়ে থেকেও
জীবনকে হারায়
তবে, আমার জন্য কোনটি??
জানুয়ারী ১১, ২০২৫ সকাল ১১টা
মিরপুর, ঢাকা