মানুষের জীবন
সুখের সাগরে ভাসে
কষ্টের ভেলায়ও চড়ে
চক্রাকারে, পুনঃরাবৃত্তির সমাহারে
ভুল করে পাপ করলে
ক্ষমার সুযোগ আছে নিশ্চয়ই
ভুল করে ভালোবাসলে
পরিত্রাণ থাকে না এক জীবনে
প্রতিদিন লাশ দেখি
আমাদের লাশের ভয় নেই কেন?
শুধু ক্ষমাহীন ঘৃণার পাহাড়!!!
ঈশ্বরের মুখ থাকে অপরিচিত
জোর করে ঈশ্বরেই নিবেদিত
আমরা প্রত্যেকেই জন্মান্ধ
মানুষের এতো অহংকার কেন?
হেরে যায়, জন্মের সাথে সাথেই
এবং, প্রতিদিন এগিয়ে যায় কুৎসিত মৃত্যুর দিকে
জীবনের রহস্যে
উত্তাল হাওয়ায় ভাসে একটি কণ্ঠস্বর
শূন্যতা ভেসে যায়, আরো দূর
শুন্যতার ভেতর
আমাদের মগজ দোল খায়
দাপ্তরিক কালির অক্ষরে অক্ষরে
সরলপথ ভুলে অহেতুক দুর্বোধ্যতায়
এবং কৃত্তিম নির্জনতায়
জানুয়ারী ১০, ২০২৫ রাত ৯টা
মিরপুর, ঢাকা