পাশে থাকার প্রতিশ্রুতি
শুনেছি অনেক
কাছাকাছি থাকার নানা বাহানা
দেখেছি অনেক
নি:শ্বাসে নি:শ্বাস মিশে গিয়ে
বুদবুদ উঠেছে অনেক
কত প্রতিজ্ঞা, কত প্রতিশ্রুতি, কত আবদার!!!
লিখিত, অলিখিত, প্রতিশ্রুতি
চোখের ভাষায়, শারীরিক ভাষায়....
দিন শেষে কেউই থাকে না
দূরে যেতে থাকে
আরো দূরে.....
একদিন হারিয়ে যায়
মিলিয়ে যায় অন্য ভূবনে
সবই মরীচিকা!
সবই প্রহেলিকা!
সবই প্রতিজ্ঞা ভেংগে ফেলার প্রতিজ্ঞা
জানুয়ারী ৯, ২০২৫ সকাল ৮টা
মিরপুর, ঢাকা