১৩০১

প্রতি প্রহরে এক অচেনা ক্ষত,

প্রশ্নের ভিড়ে দাঁড়িয়ে একা,

জীবনের পথে প্রান্তরে হোঁচট খাওয়া সময়,

আলোর খোঁজে ছুটে চলে মন

অনুভবে জীবনের ভাষা

জানুয়ারী ৭, ২০২৫, সকাল ১১টা
সেনপাড়া, মিরপুর-১০

১৩০২

সময় যেন থেমে আছে এ পথে,
স্বপ্নের ডানায় জমে যাওয়া ব্যথা

নক্ষত্রের আলো পড়ে দূরের মাঠে,
তবু আঁধার গায়ে জড়িয়ে মন প্রহাতে

জীবনের পটে কত ছবি আঁকা,
কিছু আনন্দ, কিছু বেদনার বাঁধা

একাকী হওয়া কি তবে দুর্বলতা?
নাকি শক্তি খুঁজে নেওয়ার পরিপূর্ণতা?

জানুয়ারী ৭, ২০২৫, সকাল ১১টা
সেনপাড়া, মিরপুর-১০

১৩০৩

শব্দের অনুভবে অনুভবে মিশে,
জীবনের গল্প থেমে থেমে ভাসে

শব্দেরা কখনো করে আলিঙ্গন,
কখনো দেয় বিষণ্ণ বিষাদমন

একটি শব্দে থাকে ভালোলাগা,
অন্যটিতে জমে বেদনার ছোঁয়া

অনুভবে শব্দ, শব্দে অনুভব,
জীবনের কাব্যে বাঁধা সময়ের অনীহার জব

জানুয়ারী ৭, ২০২৫, সকাল ১১টা
সেনপাড়া, মিরপুর-১০
১৩০৪

সংশয়ে প্রতিদিন কাটে
প্রশ্নের উত্তর যেন অজানা থাকে
চেনা পথে হেঁটে মনে হয় ভ্রম,
অবিশ্বাসে ভরে ওঠে মন প্রাঙ্গণ

কোনটা ঠিক, কোনটা ভুল,
প্রতিটি সিদ্ধান্তে বাজে দোলাচল

চোখে দেখা জগত বড়ই ছলনাময়,
বিশ্বাসে ভাঙন আনে ক্ষণিক সংশয়

সংশয়ের দহনে পুড়ে পুড়ে ক্ষয়,
তবু আশা থাকে, আসবে কোনো জয়

জানুয়ারী ৭, ২০২৫, সকাল ১১টা
সেনপাড়া, মিরপুর-১০

১৩০৫

সহসা একদিন বৃষ্টি নামে মনে,
অতীতের স্মৃতি ঢেকে রাখে কুয়াশার বনে

আকাশের নীল হয় সেদিন ধূসর,
মনের গান হয় যেন নিঃস্ব সুর

সহসা একদিন শিখে যাই আমি,
জীবনের মানে শুধু নয় হারানোর যামিনী

তবু বাঁচতে হয়, লড়তে হয় পথ চলায়,
সহসা একদিন সুখের ঠিকানায়

জানুয়ারী ৭, ২০২৫, সকাল ১১টা
সেনপাড়া, মিরপুর-১০