১২৯৬

পথের বাঁকে দাঁড়িয়ে
তাকাই নির্জন দিক ।

সূর্যের আলো ম্লান হয়ে যায়,
মেঘে ঢেকে যায় আকাশের চিত্র ।

হৃদয়ে যেন হাজার বোঝা,
মন যেন সাগরের ঢেউ ।

শুধু একলা চাঁদ জানে কথা,
নীরব ব্যথার সুর ।

জানুয়ারী ৫, ২০২৫, রাত ৮টা
মিরপুর, ঢাকা

১২৯৭

কোন একদিন,
সব হিসেব মেলানো যাবে,
যেখানে দিন শেষের ক্লান্তি নেই,
নেই অশ্রুর নীরবতা ।

কোন একদিন,
হারিয়ে যাওয়া গানগুলো ফিরে আসবে,
বাতাসে ভেসে বেড়াবে আমাদের গল্প,
যেন সময়ের বাঁধন ভেঙে ।

কোন একদিন,
সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে,
নক্ষত্রের গায়ে লেখা থাকবে
যা জানতে চেয়েছিলাম এতো দিন ।

জানুয়ারী ৫, ২০২৫, রাত ৮টা
মিরপুর, ঢাকা

১২৯৮

নীরব কোনো গোধূলি বেলায়,
বাতাসের মাঝে মিশে যাবো একদিন
পাতাদের শেষ বিদায়ের কথায় ।

রোদ ঝলমলে দুপুর শেষে,
যখন ছায়া গাঢ় হবে ধীরে,
আমার অস্তিত্ব হারাবে তখন ।

হারিয়ে যাবো একদিন,
নদীর ঢেউয়ের সুরে সুরে,
কোনো পুরনো গল্পের মতো ।
জানুয়ারী ৫, ২০২৫, রাত ৮টা
মিরপুর, ঢাকা

১২৯৯

এক অদৃশ্য পর্দার আড়ালে
শূন্যতার ধূসর প্রান্তরে;
যেখানে থমকে দাঁড়ায় সময়,
স্বপ্নেরা ধোঁয়াশায় মিশে যায়।

পথের শেষ ধুলোর বুকে
অজানা অলিগলির আঁধারে,
যেখানে নক্ষত্রেরা গোপনে জানায়
তোমার অস্তিত্বের ইশারা।

জানুয়ারী ৫, ২০২৫, রাত ১১টা
মিরপুর, ঢাকা

১৩০০

আমি যেন হারিয়ে যাই আধারে,
নীরব এক আঁধার কুহকে;
আলোদের ম্লান করে দিয়ে
নিজেকে ভাসাই শূন্যতার মধুতে।

আমি যেন হারিয়ে যাই,
সমুদ্রের ঢেউয়ের গহীনে,
যেখানে শব্দেরা হারায় গভীরে
আর গল্পেরা মিশে যায় নীরব চিত্তে।

চাওয়া-পাওয়ার হিসেব ফুরিয়ে,
মনে হয় সব কিছু অর্থহীন।

জানুয়ারী ৫, ২০২৫, রাত ১১টা
মিরপুর, ঢাকা