১২৯১
নিঃশব্দের মাঝেই ডুবে যাই,
প্রতিধ্বনি ছাড়া এক শূন্যতায়,
যেখানে শুধু আমি আর আমার ছায়া
আলোহীন এই পৃথিবীতে
কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি, প্রশ্ন করি,
কেন এত গভীর এই নীরবতা?
জানুয়ারী ৬, ২০২৫, সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১২৯২
রাতের নিস্তব্ধতায়
আসে একাকীত্ব,
চুপি চুপি মনের দরজায়
নীরবতার মাঝেই
খুঁজে পাই নিজেকে, এক অনন্ত সময়,
যেখানে বেঁচে থাকে চিন্তা, থাকে স্বপ্ন
জানুয়ারী ৬, ২০২৫, সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১২৯৩
নিঃসঙ্গতা একটি অবিচল ছায়া,
সঙ্গ দেয়
দিনের আলোয়,
আর গভীর করে রাতের অন্ধকার
নিঃসঙ্গতার মৃদু কান্না;
বোধ হয়, কেউ হারিয়ে গেছে,
দূরে সরে গেছে,
অথবা আমি নিজেই নিজের থেকে
জানুয়ারী ৬, ২০২৫, দুপুর ২টা
মিরপুর, ঢাকা
১২৯৪
অনিশ্চয়তার এ স্রোতে,
ভেসে চলি নির্বাক,
জীবনের মানে খুঁজে নিতে,
আত্মার গহীনে প্রবেশ করি
অনিশ্চিত যাত্রাই নিয়ে যায়
নতুন আলোর দিকে
নতুন করে শুরুর বার্তা দিয়ে
কুয়াশায় হারিয়ে যাইয়া অন্ধকারে
জানুয়ারী ৬, ২০২৫, দুপুর ২টা
মিরপুর, ঢাকা
১২৯৫
আরো একটি দিন কাটলো
একাকীত্বের সাথে,
নীরবতার মলিন চাদরে মোড়া,
যেখানে শব্দ কেবল হৃদয়ের ভেতর
চায়ের কাপ হাতে
খোলা জানালায় তাকিয়ে থাকি,
বাতাসে মিশে থাকা জীবনের গল্পগুলো
আমার পাশ কাটিয়ে চলে যায়
জানুয়ারী ৬, ২০২৫, দুপুর ২টা
মিরপুর, ঢাকা