১২৮৬
কুয়াশা টা বিভ্রান্তি ছড়িয়েছে
নিজ গুনে, সক্ষমতার ইচ্ছেতে
যার যেখানে থাকার কথা ছিল
সেখানেই আছে
কুয়াশা টা ওম এর
ইমেজ দিয়েছে
রূঢ় বাস্তবতায় ওম'টাই পালিয়েছে
শুধু, শীতের তীব্রতা থেকে গেছে
জানুয়ারী ৩, ২০২৫ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১২৮৭
আরো একটু
এগোতে পারলে, নিশ্চিন্তে
রহস্যের পানশালা থেকে
দূরে থাকতে পারতাম
আরো একটু
এগোতে পারলে, গৃহের
সীমানারেখার ভাবনা থেকে
মুক্তি পেতাম
আরো একটু
এগোতে পারলে
ঈশ্বরকে একটি প্রশ্ন জিজ্ঞেস
করতে পারতাম?
জানুয়ারী ৩, ২০২৫ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা
১২৮৮
অস্পষ্ট পথের শেষে
অজানা এক শহর;
চেনা মুখগুলোও ঢেকে যায় ধোঁয়াশায়,
স্বপ্ন আর বাস্তবতা বেঁধে থাকে দ্বিধায়
প্রতিটি কণা যেন
একেকটি গল্প বলে,
কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে
কিছুটা সংশয়, কিছুটা প্রশ্নের বাঁকে
জানুয়ারী ৩, ২০২৫ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা
১২৮৯
প্রশ্নগুলো ঘিরে ধরে
অবচেতন মন,
হৃদয়ের ভেতরে কুয়াশার এক নিরব কোণ।
খুঁজে বেড়াই উত্তর,
পাই শুধু স্মৃতির ঘ্রাণ;
যেখানে সময়ও হারায় পথ, চলে অবিরাম।
এই কুয়াশা একদিন
মিলিয়ে যাবে অনিশ্চয়তায়;
জীবন খুঁজে পাবে তার প্রকৃত উপকথায়।
জানুয়ারী ৩, ২০২৫ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা
১২৯০
ভোরের কুয়াশায়
আড়াল করা পৃথিবী,
আলো-ছায়ার খেলায় লুকিয়ে থাকে রহস্যখানি
কুয়াশা কি সত্য,
নাকি ছলনার প্রহেলিকা?
দৃষ্টি আড়াল করে যেন এক অদ্ভুত শৃঙ্খলা।
তবু সূর্যের কিরণ
ফোঁটা ফোঁটা উঁকি দেয়,
কুয়াশার ঘোমটা সরিয়ে পৃথিবী ফিরে চায়।
জানুয়ারী ৩, ২০২৫ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা