১২৮১

পরিব্রাজক বাতাস
আমায় পথ দেখাবে
বসতি স্থাপন করবো না, আর
বেঁচে থাকার সাহস পাবো

আয়ুবিলাসী হবার
ইচ্ছে নেই
তবে, উপায়ও নেই
ঈশ্বরের মতিগতি জানা নেই

জানুয়ারী ২, ২০২৫, বিকেল ৪টা
মিরপুর, ঢাকা

১২৮২

সময়ের কোলে
একদিন মাথা রেখে ঘুমিয়ে যাবো

এখন, ঘুমোতে পারি না
সময়টা নিজের দখলে থাকে না

চুরি হয়ে যাওয়া সময়
আমার হয় না

জানুয়ারী ২, ২০২৫, বিকেল ৪টা
মিরপুর, ঢাকা

১২৮৩

প্রতিদিন
মৃত্যুর গন্ধ গায়ে মেখে
ঘুমোতে ভালোবাসি

সময়ের হিসেবকে
অবজ্ঞা করে, স্বপ্নকে
ভীষন ভালোবাসি

জীবনকে তোয়াক্কা
না করে
ঘুমকে ভালোবাসি

খুব বেশি ভুল কি করি?

অন্য কোন উপায় খুঁজে ফিরি…

জানুয়ারী ২, ২০২৫, বিকেল ৪টা
মিরপুর, ঢাকা

১২৮৪

এতোটা সময় ধরে
একটা নীল স্মৃতি কিভাবে
বহন করছো, তুমি?

একটা শুদ্ধ আত্মার
বিশুদ্ধ উত্থানে

ছায়ার চরিত্র থেকে শিখে
যেমন করে মিশে থাকে আমার
শরীরের সাথে

জানুয়ারী ২, ২০২৫, বিকেল ৪টা
মিরপুর, ঢাকা

১২৮৫

আমার, মৃত্যু হলে
আর, ভালোবাসার প্রয়োজন নেই

মাঝে মাঝে
খোঁজ নিও, বেঁচে আছি কি না

দায় মুক্তি পাবে
সহজেই
বিনা শর্তে

জানুয়ারী ২, ২০২৫, বিকেল ৪টা
মিরপুর, ঢাকা