১২৭৬

প্রতিদিন অতীত
এসে ঢুকে পরে বর্তমানের ভেতর
ভবিষ্যৎ পালিয়ে বেড়ায়
গায়ে মেঝে সুগন্ধ আঁতর

আকাশটা কষ্টে কষ্টে
আরো বুড়ো হয়
ইতিহাসের জানালাটা তখনো
নির্বিচকারে খোলা রয়

জানুয়ারী ২, ২০২৫, বিকেল ৩টা
মিরপুর, ঢাকা

১২৭৭

আমি অনুমান করেছিলাম
একদিন একটি কবর দেখতে পাবো
যেখানে পাথরে খোদিত থাকবে
অজ্ঞাত পয়গম্বরের পদচ্ছায়া

হৃদয়ে রক্তক্ষরণ হবে
তবুও দেখতে হবে নীরবে’
শব্দহীন ভাষার অভাবে
বলা হবে না কিছুই, তার জবাবে

জানুয়ারী ২, ২০২৫, বিকেল ৩টা
মিরপুর, ঢাকা

১২৭৮

আকাশে ভিন দেশী
পাখি উড়ছে
মাতাল হাওয়ায় জীবন ভাসছে’
খেলছে, হাসছে

জনবসতি এতো গভীর ও প্রগাঢ়
ইতিহাস প্রবেশ করে না
সেখানে
ভুল শুদ্ধের মাপুনী নেই যেখানে

জানুয়ারী ২, ২০২৫, বিকেল ৩টা
মিরপুর, ঢাকা

১২৭৯

প্রাচীন নগরীর
লাল ইটের গভীরে
মুগ্ধতার ছন্দে সম্মোহিত হয়
ভিনদেশী যুবক

ফিরে আসে
অর্থাভাবে, সক্ষমতার অভাবে
প্রবেশমূল্য,ধারনাতীত
আকাশচুম্বী, প্রাচীনতার স্বভাবে

জানুয়ারী ২, ২০২৫, বিকেল ৩টা
মিরপুর, ঢাকা

১২৮০

ক্যানভাসের লাল রঙে
রক্তক্ষরণের দৃশ্য আঁকা

ওইখানে সবার্থপরতার ছাকুনী
রক্তলাল শাড়িতে জীবন মাপা

আয়নার প্রতিচ্ছবিতে
তীব্র আলোর ঝলকানি
রাত্রির শরীর জুড়ে থাকে
দ্বিধাহীন স্পর্শের চাহনী

জানুয়ারী ২, ২০২৫, বিকেল ৩টা
মিরপুর, ঢাকা