১২৭১

পাখিরা ফিরছে,
কিন্তু তাদের ডানায় নেই উচ্ছ্বাস,
অথবা হয়তো, আমিই দেখছি তাদের
বিষন্ন চোখে

একটা দীর্ঘশ্বাস লুকিয়ে আছে,
যেন বিকেলের ম্লান আলো
ছুঁয়ে দিচ্ছে অতীতের স্মৃতিগুলো।

বিষাদও কখনো কখনো
জীবনের অংশ,
একটি নিঃশব্দ পাঠশালা।

ডিসেম্বর ২৬, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা

১২৭২

সব কিছু যেন শূন্য,
নিস্তব্ধতার মাঝে নেই কোনো প্রতিধ্বনি
অস্তিত্বের ভারে ক্লান্ত মন,
তবুও খুঁজে ফেরে অর্থহীন এক অর্থ

নক্ষত্রেরা ঝরে পড়ে,
অথচ আকাশ থাকে শূন্য,
কেউ জানে না,
এ শূন্যতাই কি প্রকৃত সত্য?

ডিসেম্বর ২৬, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা

১২৭৩

দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা আকাশ,
দেখায় মিথ্যে আশার আলো।
তবুও হেঁটে যাই,
যেন এই পথই জীবনের মানে

অন্তহীন পথ চলা,
নেই কোনো শেষের ঠিকানা

অন্তহীন এই চলায়,
হয়তো খুঁজে পাবো একদিন
নিজেকে……

ডিসেম্বর ২৬, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা

১২৭৪

নিরন্তর নিঃসঙ্গতা,
একটি ছায়ার মতো লেগে থাকে পিছু।
কখনো ক্লান্ত দুপুরে,
কখনো গভীর রাতে—
মনের অলিগলিতে ছড়িয়ে দেয় নীরবতা

চারদিকে মানুষ,
তবুও বুকের ভেতর শুন্যতার গর্জন

চাঁদের আলো মায়াবী,
তবু তার সঙ্গেও যেন দূরত্ব

ডিসেম্বর ২৬, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা

১২৭৫

ঘরের কোণে একা বসে,
শুনতে পাই নিস্তব্ধতার গান।
পাঠশালা এই নীরবতার,
যেখানে শেখা যায় হৃদয়ের ভাষা।

সময় যেন থেমে থাকে,
তবু অনুভব হয় তার ভার।
প্রতিটি মুহূর্ত দীর্ঘশ্বাসের মতো,
যা হৃদয়ে খোদাই করে ব্যথার চিহ্ন।

ডিসেম্বর ২৬, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা