১২৬১
অনেক তো হয়েছে
ফেইক লাইফ , ফেইক ফ্রেন্ড...
ভার্চুয়াল জগতে বিচরন
মিথ্যের হাতছানি
অনেক বার বলেছি
নিজেকে আগলে রেখো
এবার নিজেকে বদলানোর সময়!
আমি আমাকেই বলছি
Let's get change myself.....
অক্টোবর ২৫, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১২৬২
সময়ের শাষনে
আমি হয়ে যাচ্ছি অদৃশ্য
হারিয়ে যাচ্ছি শহরের গলিতে গলিতে
ভুল করে অংকিত স্বপ্নেরা
নিয়ন্ত্রনহীন আবেগ;
ছায়া হয়ে থাকে, আমারই সাথে
আমার ভাবনা
নিভৃত হাসি, কিছুটা বেশি শূন্য
তবুও ছুটে চলেছি; যেন এক অজানা অরণ্য
ডিসেম্বর ১৭, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১২৬৩
কে যে কার আপন রে পাগল!?!?
সংগে থাকে যে যখন,
সে ই হয় আপন
যখন হয় প্রয়োজন
কাছে যে থাকে, সেও তখন হয় খুব আপন
ডিসেম্বর ১৫, ২০২৪ সন্ধ্যে ৬টা
রাম সাগর, দিনাজপুর
১২৬৪
আজ দিনটি
ভালো হবার কথা ছিল
হয়নি
ভয়ংকর রকম খারাপ হল
কেন??
আমি নিজেই দায়ী
সব কিছু জানতে নেই,
সব কিছু দেখতে নেই
তবে কেন জানতে চাই? কেন দেখতে চাই?
জানি না
এই না জানার কারনটাও জানি না
দায়টা পুরোটাই আমার
ডিসেম্বর ১৩, ২০২৪ দুপুর ১২টা
পার্বতীপুর, দিনাজপুর
১২৬৫
সিদ্ধান্তটা, অনেক আগেই ছিল
তুমি জানতে, আর
আমি জানতাম না, এটুকুই পার্থক্য
কিন্তু লাভ ক্ষতির ব্যবধানটা
অনেক বেশি, অতিরিক্ত
জীবনতো সর্বোচ্চ আশি
আজ না হয় মুখে রইলো হাসি!!
আগামীকাল কি হবে
কেউ না জানি
গন্তব্যটা দুজনেই মানি।
ডিসেম্বর ১২, ২০২৪ সন্ধ্যে ৭টা
পার্বতীপুর, দিনাজপুর
১২৬৬
প্রতিদিনই ভোর হয়
সবদিন স্নিগ্ধতা ছড়ায় না
কোন কোন ভোর আমার হয় না
আমি যেন বা নিজের কাছেই
অচেনা
প্রতিদিনই ভোরের স্নিগ্ধতায়
সকাল হয়
কোন কোন সকাল বলম্বিত রয়
চেনা ভোরের অচেনা রূপ
বিমুগ্ধতা হারিয়ে
মন ও প্রকৃতি, দুটোই নিশ্চুপ!!
ডিসেম্বর ৩, ২০২৪ ভোর ৬:৩০মি
মিরপুর, ঢাকা
১২৬৭
বিপরীতমুখীতায়
এক ভিন্ন সৌন্দর্য
অনন্য আবেদন
কখনো কখনো ধ্বংসাত্মক!!!
সহজের ভেতরে লুকানো
সরলতার প্রতিমা
অনুভবের টান
অথচ, জটিল সমীকরণ
কেউ না কেউ তো আছে
থেকেই যায়
কেউ অপেক্ষা করে করে
ফিরে যায়
বৈপরীত্যের পথ এমনই
প্রয়োজনকে ঘিরে আবর্তন
নিমন্ত্রন এবং
বিদায়ক্ষণ
নভেম্বর ২২, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা
১২৬৮
অপেক্ষা যেন একটি শাশ্বত সুর,
সময় থেমে থাকে, হৃদয়ের ভেতর
চাঁদের আলোয় ভিজে যায় রাত,
অতীতের স্মৃতি করে নতুন কথার আঘাত
অপেক্ষা জীবনের একটি গান,
ছায়ায় ছায়ায় হয় পূর্ণতার প্রাণ
ডিসেম্বর ২৬, ২০২৪, বিকেল ৩টা
মিরপুর, ঢাক
১২৬৯
নীরবতারও আছে এক গভীর ভাষা,
যেখানে শব্দ থেমে যায় অবশেষে,
নীরবতা তখন গল্প বলে বিশেষে
নীরবতার ভাষা তখন স্মৃতির ছোঁয়া দেয়।
প্রকৃতির মাঝে মিশে থাকা সেই সুর,
জীবনের গল্প বলে চলে অবিরত দূর
যখন হারিয়ে ফেলা হয় নিজেকে,
শব্দের চেয়েও তা গভীর আর সত্য,
নীরবতার ভাষায় মেলে জীবনের মন্ত্র
ডিসেম্বর ২৬, ২০২৪, বিকেল ৩টা
মিরপুর, ঢাক
১২৭০
শঙ্কার মেঘে ঢেকে যায় আকাশ,
কথারা জমে থাকে, জমাট বাধে হতাশ
না বলা কথারা রঙিন স্বপ্ন দেখে,
হৃদয়ে বাসা বাঁধার কৌশল শেখে
তবু আমি চুপ, সব পাথর হয়ে যায়
মনের গভীরতায় কি যেন থাকে অগোছালো হায়
শব্দের খাঁচায় থাকে বন্দিত্ব
সময়ের শেখলে বাঁধা একাকীত্ব
ডিসেম্বর ২৬, ২০২৪, বিকেল ৩টা
মিরপুর, ঢাক