কেউ কেউ যদি
হঠাৎ করেই অমর হয়ে যায়;
তারাও আফসোস করবে, ঈর্ষা করবে
কবরে যাত্রাপথের লাশকে
যদি জীবন আর একবার
সুযোগ দেয়
তাহলে হয়তো ওই ভুলটা আর করবো না
এমনটাই আক্ষেপ
আমাদের অনেকের;
আরেকটা জীবন পেলে
আমরা ওই ভুলটা হয়তো করবো না
কিন্তু অন্য আরেকটি ভুল করবো;
ভুল থেকে মানুষের নিস্কৃতি নেই
ভুলের সাথেই বসবাস, ভুল নিয়ে মৃত্যু
জন্মটাই অনিচ্ছাকৃত ভুল
আজকের সঠিকতাই, আগামীর ভুল
অতীতের ভুলটাই আজকে সঠিকতা
সবই সময়ের চৌকষ খেলা।
আজকের সুখানুভূতিতে থাকা মানেই
চিরস্থায়ী বন্দোবস্ত না;
এই সুখটাই, আগামীর দু:সহ যন্ত্রনা হতে পারে
জীবন আসলেই নিহিলজম দ্বারা পূর্ণ
ডিসেম্বর ২৪, ২০২৪ রাত ১০টা
মিরপুর, ঢাকা