মানুষটা ভাবলো, সে জিতে গেলো
আমি জানলাম, আমি হারিনি
অনুভব পরাজিত হয় না
সব সময় উচ্চস্বরে প্রতিবাদ করতে নেই
শব্দহীন নিরব প্রতিবাদও
অনেক সময় সুন্দর হয়
মানুষটা ভাবলো, আমি অসুখী হয়েছি
আমি জানলাম, সে খুব সুখে আছে
আমরা দুজনেই ভালো আছি
নিজ ভূবনে
হয়তো
কিংবা কেউ ই ভালো নেই
আবার দেখা হতে পারে, নাও হতে পারে ?!?!
ডিসেম্বর ৯, ২০২৪ সকাল ৮টা
বসুন্ধারা, ঢাকা