মাঝে মাঝে বিষয়টা
খুব অদ্ভুত লাগে
যার কাছে, খুব যেতে ইচ্ছে করে
তার কাছে যাই না,
যেতে পারি না
একটি দেয়াল বাধা হয়ে দাঁড়ায়
অথচ অন্য সবার কাছে যাই
খুব দেখতে ইচ্ছে করে যাকে
তাকে তো দেখি প্রতিনিয়ত, ভার্চুয়ালি
খুব কাছে গিয়ে দেখতে পারি না
নি:শ্বাসের কাছে যেতে চাই
কিন্তু পারি না
যাকে চাইলেই ছুয়ে দিতে পারি
তাকে ছুয়ে দিই না
যাকে ছুয়ে দিতে ইচ্ছে করে, তাকে পারি না
যার সাথে বসে
কফি খেতে তীব্র ইচ্ছের জন্ম হয়
তার দেখা পাই না
যে আমার সাথে কফি খেতে চায়, সে ও পারে না
অদ্ভুত এক বৈপরীত্য!!
ডিসেম্বর ১৬, ২০২৪ বিকেল ৩টা
দিনাজপুর টু ঢাকা, যাত্রাপথে