শব্দেরা যেন বা জীবন্ত প্রাণ
কবিতার বাঁধনে বাঁধা কল্পনার গান

কাব্যের ছোঁয়ায় ভেসে
স্বপ্নগুলো যায় দিগন্তে মেশে

অস্তগামী সূর্যের রক্তিম রঙে
গল্পের কাহিনি বাঁধা পড়ে সুরের তরঙ্গে

শব্দে শব্দে লুকানো ব্যথা
অভিমানে গোপন থাকে ফেলে আসা কথা

কাব্যিক ভাবনায় ডুবে
হারিয়ে যাওয়া সময়ের ছবি ফুটে নানারূপে

কবিতার ছন্দে খুঁজে নেবে পথ,
সেখানে মিলবে জীবনের রথ

কবিতার বাঁধনে বাঁধা কল্পনার গান
তুমি পড়বে, হয়তো থেমে যাবে

একদিন কাব্যিক ভাবনায় ভেসে,
তোমারই গল্প রবে মিশে

জীবনের মলিন রঙে নিজেকে খুঁজে পাবে
যখন তীব্রতার আকাঙ্ক্ষাগুলো হারাবে

নভেম্বর ২৯, ২০২৪, রাত ১১টা
মিরপুর, ঢাকা