নিঃশব্দের এক মানুষ
মুখে নেই কোন কথা
ভেতরে জমানো হাজারো কথার ব্যথা
অগাধ সাগরের মতো
মনের গভীরতা
শব্দের বুননে আটকে যায়
হারিয়ে যায় জীবনের মুগ্ধতা
প্রতিদিন পাছে পাছে, হাসির ছলনাতে,
আড়ালে থেমে থাকে
জ্বলছে নিভু নিভু আলোতে
অন্যেরা বলে,
"কথা বলো, তোমার মন কি চুপ?"
তার চুপচাপ থাকা
অনেক কিছু বলে যায় নীরবে, স্নিগ্ধতা
মুখে শব্দ নেই,
অন্তরে গান বাজে
একটা অজানা কষ্ট, যা হৃদয়ে হাসে
সে জানে, কিছু কথা বলার নয়
শব্দের ভিড়ে হারিয়ে যায়
মনের কোণে অবয় পায়
নিঃশব্দ মানুষটি
অদৃশ্য শব্দের মাঝে
বিশাল পৃথিবী, আড়ালে একান্ত গাঢ় শান্তির সাজে
মুখে কিছু নেই,
ভবনায় রচিত
অশ্রু, হাসি, চুপচাপ
সব মিলেমিশে ধ্বনিত মন নিশ্চুপ
নভেম্বর ২৬, ২০২৪, দুপুর ১২টা
মিরপুর, ঢাকা