কোথায় যেন খুঁজে ফিরি
নিজেকে,
এক নিস্তব্ধতার সরু পথে
হাঁটতে হাঁটতে
পাহাড়ের পায়ের নিচে
ধোঁয়া,
মেঘেরা ঘুমায় নিঃশব্দ রাতে
চোখের কোণে জেগে
থাকা স্বপ্ন,
শুধু তাকায় দূর নক্ষত্রের পানে
নিস্তব্ধতা,
সে কি মুক্তি, নাকি শৃঙ্খল?
মাঝে মাঝেই নিস্তব্ধতার শৃঙ্খলে বন্দী থাকি
হারানো সময়ের কণ্ঠস্বর
ডাক দেয়,
তবু আমি চুপ থাকি
গভীরতম শূন্যতায়
নিস্তব্ধতার পথ ধরে
হেঁটে যেতে যেতে…
মনে হয় যেন এক পুরনো ছায়া
যেখানে সময়ের কোলাহল
মরে যায়,
আত্মা খোঁজে অমৃতের মায়া
পায়ের নিচে মাটির
নরম স্পর্শে,
তৃষ্ণার্ত মন খোঁজে শান্তির গান
কখনো যেন খুঁজে পাই
এক অন্য আমি,
শান্তির নীরবতার গভীর ঠিকানায়
নভেম্বর ২২, ২০২৪, সকাল ৯টা
মিরপুর, ঢাকা