দূরে কোথাও,
ঝড়ের পরে, আসবে কি বৃষ্টি?
দূরে কোথাও,
কখনো কি ফিরে পাবো?
চোখে চোখ রেখে,
কথা বলেছিলাম,
গল্পগুলো এখনও লুকানো আছে বুকে
ধীরে ধীরে অবশেষে থেমে গেছে সব
তবে কি তা সত্যি ছিল?
একটা সময় ছিল
দূরে কোথাও, যেন একটি নদী
দূরে কোথাও,
এক নিঃসঙ্গ দুপুর
রাস্তায় হাঁটতে হাঁটতে,
স্মৃতিগুলো পিছু নেয়,
হারানো সময়ের ছায়া ধরে
একটা কবিতা পাঠ
ভেসে আসে হাওয়ায়
তবু কেন নিরবতা মধুর,
একটি হারানো শঙ্খের আওয়াজে
উচ্চারণের আগেই নিঃশেষ হয়ে গেছে
তবে কি কোনো উত্তর লুকানো ছিল?
নাকি ওটাই ছিল শুদ্ধতা?
দূরে কোথাও,
এতো কাছে, তবু দূরে
দূরে……
নভেম্বর ২১, ২০২৪, দুপুর ১২টা
মিরপুর, ঢাকা