অজস্র খন্ড খন্ড স্মৃতির টূকরো
একটি গল্প
অথচ গল্প নয়
যেন কোনো চুপচাপ অশ্রু
ভেসে বেড়ায়
কেউ দেখতে পায় না
সমস্ত পৃথিবী, সমস্ত আলো
কিছুই স্পর্শ করতে পারে না
একটি শূন্যতা—
যেখানে আমি আছি,
তবে কোথাও নেই
,যতবারই চোখ তুলেছি আকাশে,
ততবারই মনে হয়েছে
আমি একমাত্র দর্শক
যে দৃশ্যটা দেখছি
কিন্তু এর মধ্যে কিছুই নেই
বৃষ্টির রূপ,
স্মৃতির ছবি,
কোনো এক সুরেলা গান—
চুপচাপ শুনে যাচ্ছি
এই নীল আকাশের নীচে
এ যেন এক দীর্ঘ সময়
যে সময় কখনো শেষ হয় না,
আর আমি—
একটি নিঃসঙ্গ চিত্র
যার মধ্যে হারিয়ে গেছি
এই আকাশের নীচে
নভেম্বর ১৯, ২০২৪, রাত ৯টা
মিরপুর, ঢাকা