হৃদয়ের গভীরে গাঢ় ছায়া হয়ে থাকে
অন্ধকার কিছু মুহূর্ত
যতটুকু আলো ছিল
সে-ই যেন হারিয়ে যায়
ভীষণভাবে স্থবির মন
তবুও একটা নিঃশব্দ প্রতীক্ষা থাকে
যেন ভেতর থেকে কিছু ভেসে উঠবে
আলোর ছোঁয়ায়
পথের ঠিকানা খুঁজে
অন্ধকারে ডুবে থাকা মন
কখনো অনুভব করে না
যতটুকু ক্ষণকালিক
তা হয়তো শুধুই এক প্রলয়
অথবা,
এক চিরকালীন অন্তর্দৃষ্টি
যা দেখায় অদেখা দিক
পথ হারিয়ে যাওয়ার মাঝে
অন্ধকারটাই হয় আসল আলো
শুধু কেটে যায় সময়
অথবা
ঘনিয়ে আসে এক নতুন সূর্য
অন্ধকারের মধ্যে অজানা এক পরিচয়
খুঁজে পায় নতুন প্রভাতের প্রতিশ্রুতি
নভেম্বর ১৭, ২০২৪, রাত ৯টা
মিরপুর, ঢাকা