আলোর প্রলোভন
একটি ক্ষণস্থায়ী সুখ
যতক্ষণ না গভীর অন্ধকারের কোলে
আসল আত্মা মেলে ধরতে চায়
যখন আলো ঝলমল করে,
অন্ধকারের গভীরতা ভুলে যাই,
চাঁদ আর তারা আমাদের দেখায় পথ
আলোর মায়ায় হারিয়ে যাই
আলো শুধুই বাহ্যিক ছায়া,
অন্ধকারে লুকিয়ে থাকে সত্য
মনের অগোচরে বেড়ে ওঠে
ভিতরের অন্ধকার, একান্ত সঙ্গী
আলো এবং অন্ধকার—
দু’টি পথ, দু’টি প্রতিচ্ছবি,
অথচ দু’টোই প্রলোভন,
দু’টোই প্রয়োজন,
দু’টোই একে অপরের অস্তিত্বের কারণ
নভেম্বর ১৬, ২০২৪, রাত ৯টা
মিরপুর, ঢাকা