যখন হারায়ে যায় সব
নির্বাণের মতো এক নিঃশব্দ রাত
চাঁদের আলোও যেন নিঃশেষ হয়
বাতাসও যেন বলে না কথা

এই পৃথিবী,
অসংখ্য বেদনাময় মুহূর্তের দলিল
যা একে একে মুছে যায়,
যেমন ছায়া মুছে যায় আলোর কাছে

নিঃশেষের পেছনে যে চিহ্নগুলি
শুধু ধ্বংসের গল্প বলে না
যা কিছুই হারায়,
কিছু তো ত্যাগের রক্তে লেখা হয়

নিঃশেষের এক অদ্ভুত সৌন্দর্য থাকে
নদীর জল প্রবাহে মতো
অবিরাম খুঁজে তার পথ
খুঁজে নেয় নতুন গতি
নিজের মধ্যে সঞ্চয় করে অন্তর্নিহিত শান্তি

প্রতিটি বিন্দু, প্রতিটি স্পন্দন,
যতটুকু রিক্ততা,
ততটুকু তার মধ্যেই খুঁজে পূর্ণতা
যেমন শূন্যতায় পূর্ণ এক অসীম আকাশ
এবং অন্ধকারে বিকশিত এক নতুন জ্যোতি

যতবারই কিছু হারায় মানুষ
ততবারই আরও বেশি পূর্ণ হয়ে ওঠে
আরও নতুনভাবে জন্মায়
নিঃশেষের মধ্যেই, এক অপরূপ পূর্ণতা

শূন্যতার ভেতর পূর্ণতার চিহ্ন
যখন হারিয়ে যায় সব
তখন আবার কি নতুন করে জন্মায় ?!?!

নভেম্বর ১৫, ২০২৪, সকাল ৯টা
মিরপুর, ঢাকা