১
হঠাৎ যেন থেমে গেল সব
শব্দেরা হারালো অর্থের রং
চেনা মুখগুলো ম্লান আজ
চেনা পথ যেন অচেনা সাজ
স্পন্দনগুলো হঠাৎ স্তব্ধ হলো
জীবনের স্রোত তার নিজস্ব গতি হারালো
কারো নীরব প্রস্থানেও রয়ে গেছে কিছু
স্পষ্ট স্মৃতি এখনো ডাকে পিছু
অক্টোবর ২৪, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা
২
কিছু অপূর্ণ আলাপের সুর,
ম্লান হয়ে গেল হাসির আলো
শূন্যতা ঘিরে ধরেছে চারপাশ
চেনা হাতের স্পর্শ আজ দূরদেশ
আলোছায়ায় গাঁথা কিছু মুহূর্ত
মলিন আলোয়, স্মৃতির চেনা ছায়ায়
হঠাৎ প্রস্থান, কেন?
শুধু রেখে যাওয়া অসমাপ্ত কিছু!!
অক্টোবর ২৪, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা
৩
পথ শেষ হবে কবে কোথায়?
নাকি এই চলা থামবে না আর?
নীরবতাই সঙ্গী আমার
কোনো এক অজানা পথের ধারে
নীরবে আমি হেঁটে যাই
শূন্য মনে কিছু স্মৃতি কুড়িয়ে পাই
কিছু কথা ছিল বলার
সব পড়ে রইলো মনের কোণে
নীরবে চলে গেলাম, আপন মনে
অক্টোবর ২৫, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৪
নীরবতার মাঝে লুকিয়ে আছে
অগোচর এক বিষাদ
চুপচাপ ভাঙা হৃদয়ের মাঝে
স্মৃতিগুলো যেন জমাট বাঁধে
কেউ জানে না, কেউ বোঝে না
নীরবতার ভিতরে বিষাদ কাঁদে
শব্দহীন সেই নিঃস্ব প্রাণে
নীরবতার আঘাত একজনে
অক্টোবর ২৫, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৫
চেনা পথের শেষে দাঁড়িয়ে থাকি
কত স্বপ্ন শুধু ধোঁয়াশায়
শূন্যতা যেন এক ঘরবন্দি জীবন
নিঃশব্দে পুড়ে ভাঙা মন
চিরতরে নির্বাক ভাষা
নীরবতার শূন্যতায় তবুও কিছু আশা
প্রস্থানের সময় এসেছে
তাই, সব শব্দ থেমে গেছে
অক্টোবর ২৫, ২০২৪ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা
#টূকরো_ভাবনা_প্রতিদিন