তুমি, তাকে কতটুকু চেনো?
কতটুকু জানো?

হয়তো একটু বেশি কিংবা কিছুটা চেনো,
কিন্তু জানো না কিছুই

চেনাটা বেশি হলে ক্ষতি নেই
না জানাটাই ভয়াবহতা

অক্টোবর ২৩, ২০২৪ দুপুর ১২টা
গুলশান, ঢাকা



চেনা মানুষের ভিড়ে হারাই নিজেকে
অচেনা হয়ে থাকি

নিজের সাথেই, আজ এবং আগামীকাল

চেনা মুখ, চেনা হাসি, চেনা সেই পথ
তবুও কেন যেন অচেনা

হাতের স্পর্শহীন হৃদয়ের টান
কিছু একটা তো আছে-তবুও নেই

চেনা গল্পের নেই ছন্দ
এক জীবনে অনেক কিছুই থেকে যায় অচেনা

অক্টোবর ২৩, ২০২৪ দুপুর ১২টা
গুলশান, ঢাকা



চেনা মুখগুলো মিশে যায় ভিড়ে
অচেনা এই শহরের ব্যস্ততায়

রাস্তায় রাস্তায় হেঁটে চলি একা
সবকিছুই কাছে তবুও কত দূরে!

কাঁচের দেয়ালে বন্দী সেই স্বপ্নগুলো
নিঃশব্দে ফিসফিস করে

এই শহরের প্রতিটি ধুলোবালিতে
লুকিয়ে থাকে অজানা কাহিনি,
যা আমি শুনি, তবে বুঝি না;
শব্দগুলো ঠিকই থাকে, তবুও অচেনা।

অক্টোবর ২৩, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা



বিল্ডিংগুলো উঁচু, অথচ মনে হয় নীচু,
আকাশ ছোঁয়া স্বপ্নগুলোও যেন ধোঁয়া

চারপাশে ভিড়, তবুও কেমন নিঃসঙ্গ,
কথা শুনে না কেউ, সবাই ব্যস্ত

কোথায় যাবে এই পা দুটো অবিরত?
কাকে ডেকে বলবো,
"তুমি কি আমার? "

রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো
চেনা নয়, কিন্তু অচেনা লাগে না
তারাও কি হারিয়েছে কিছু, আমার মতই?

অক্টোবর ২৩, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা



জীবনের গল্পগুলো ভেঙে পড়ে মাটিতে,
সময়ের চাকার ঘর্ষণে সবকিছু ম্লান

অচেনা এই শহরে, আমি খুঁজি নিজেকে,
যেন কোথাও লুকিয়ে আছে,
আমারই গল্প

এই ভিড়ের মাঝে খুঁজে নেবো সেই পথ,
যেখানে শেষ হবে
অচেনার দিনরাত্রি

অক্টোবর ২৩, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা

#টূকরো_ভাবনা_প্রতিদিন