শুধু একটি নীরব প্রতিজ্ঞা
মুখে নেই কথা, তবুও চোখে স্বপ্নের ধ্বনি

প্রতিক্ষণ এক অদৃশ্য যুদ্ধ
মনের ভেতর এক গভীর তোলপাড়

বাইরে সব নীরব, সব স্থির
কে বুঝবে এই নীরবতার অর্থ?

স্বপ্ন ভাঙে, স্বপ্ন গড়ে,
নতুন পথে পা বাড়ানো, নতুন লক্ষ্যে ছোটা

কখনও থামতে নেই……

অক্টোবর ২০, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা



শব্দহীন সেই কাহিনি
চিৎকারে নয়, আওয়াজে নয়
ভেতরে চলা অদৃশ্য এক কঠিন যুদ্ধ

সেখানে কেউ নেই
শুধু নিজেই নিজের সঙ্গী
এই পথে অদম্য মনই একমাত্র সৈনিক

পাহাড় সমান বাধা আসে
তুফান ওঠে মনে
তবুও থামে না চলার পথ, নীরবতাই শক্তি

অক্টোবর ২০, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা



নিঃশব্দে বলে যায় কষ্টের কাব্য
চোখে জল, মুখে হাসি,

নীরবতা আর সংগ্রাম-
দুজনের এক অনন্য পথচলা

শব্দের প্রয়োজন নেই
শুধু মনের দৃঢ়তাই যথেষ্ট

মনের ভেতর অজানা এক যুদ্ধে
জড়িয়ে আছে সবই

অক্টোবর ২০, ২০২৪, রাত ১১টা
মিরপুর, ঢাকা



নীরবতা এবং বিষন্নতা
হাত ধরে হাঁটে;
একটি নিঃশব্দ অথচ দীর্ঘ যাত্রা

লড়াইটা নীরব
তবুও অনুভব হয় প্রতিটি আঘাত

নীরবতার গভীরে বিষন্নতার ছায়া
নিঃশব্দ, কোনো আওয়াজ নেই
নেই কোনো শব্দ

তবুও বোঝা যায়; জমে থাকা কষ্টের সুর

অক্টোবর ২১, ২০২৪, বিকেল ৪টা
মিরপুর, ঢাকা



নীরবতার কোনো মুক্তি নেই
আঁকড়ে ধরে বিষন্নতাকে

ভেতরে এক গভীর শূন্যতা
যার কোনো উত্তর নেই
নেই কোনো সমাপ্তি

একেকটি ক্ষণ যেন প্রশ্নবাণে আঘাত
তবুও, নীরবতার বুকে জন্ম নেয়
দুর্দমনীয় সাহস!!

অক্টোবর ২১, ২০২৪, বিকেল ৪টা
মিরপুর, ঢাকা

#টূকরো_ভাবনা_প্রতিদিন