শূন্যতার ভেতর
প্রতিদিন আমি হাঁটি,
অনুভূতিরা ম্লান হয়ে আসে এক এক করে,
যা ছিল একদিন প্রাণবন্ত,
আজ তা যেন হারিয়ে গেছে
অসীম কোনো শূন্যতায়
দিন যায়, রাত ফুরায়,
তবুও এই শূন্যতা আমাকে গ্রাস করে,
মনের গহীনে জমে থাকে
একান্ত নিঃসঙ্গতা,
যেখানে নেই কোনো কথা, নেই কোনো কোলাহল
শূন্যতার ভেতর
প্রতিদিন, আমি খুঁজে ফিরি সেই আলোর রেখা,
যা একদিন
পথ দেখাতো আমাকে,
আজ তা কেবল অস্পষ্ট—দূরের মায়া
হয়তো কোনো একদিন,
এই শূন্যতার ভেতর থেকে খুঁজে পাবো
নতুন কোনো স্বপ্ন,
নতুন কোনো জীবনের প্রতিশ্রুতি
তবুও আজ,
শূন্যতার ভেতর প্রতিদিন
আমি হারিয়ে যাই
অক্টোবর ১৫, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা