ভেতরে ভেঙ্গে যায় প্রতিদিন,
অজান্তেই হারিয়ে যায় সব দৃঢ়তা,

মনের গহীনে জমে থাকা
অনুভূতির ঢেউ

চোখের সামনে সব ঠিক থাকে,
সব হাসি, সব আলো, সব শব্দ—
তবু ভেতরে কোথাও যেন
ফাটল ধরে যায়,
অস্পষ্ট, অদৃশ্য, অথচ গভীর

ভেঙ্গে যায় নিরবে,
একটি শব্দহীন বিদ্রোহে,
যেখানে কেবল অনুভূতিরা বাঁচে,
আর তাতে ডুবে থাকে
আমার সকল অস্তিত্ব

ভেতরে ভেঙ্গে যায়,
তারপরও আমি টিকে আছি,
হয়তো কিছু খুঁজে পাবো,
এই ভাঙ্গা টুকরোগুলোর মধ্যে—
নতুন কোনো শক্তি, নতুন কোনো আলো;

তবুও আজ,
ভেতরে ভেঙ্গে যায় প্রতিদিন

অক্টোবর ১৪, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা