১২৫১

সেই, একই জায়গা
একই রাস্তা
একই স্ট্রিট টি স্টিল

অনেক দিন পর
স্মৃতির সাথে দেখা হলো এখানে
চা, জম্পেস আড্ডা
অনেকটা সময়, বেশ ভালো কাটলো

দু কাপ চায়ের অর্ডার, কেন দিলাম?
অহেতুক, অপচয়

ফিরে আসতে আসতেই
বেখেয়ালে, জ্বলন্ত সিগারেটে পুড়লো হাতটা

বড্ড অচেনা, চেনা রাস্তাটা!!

অক্টোবর ৮, ২০২৪, সকাল ৯টা
মৎস্য ভবন, সেগুন বাগিচা, ঢাকা

১২৫২

যখন খুব মন খারাপ থাকে
কবর স্থান ভিজিট করি
কবরস্থানের অসাধারন ক্ষমতা!!

মুহুর্তেই মন ভালো করে দেয়
একদিন আমিও এখানে
স্থায়ী হয়ে যাবো

তখন, মন ভালো হবে কিভাবে??

পৃথিবীতে মন ভালো রাখার
উপকরণের বড্ড অভাব

অক্টোবর ১১, ২০২৪, দুপুর ২টা
মিরপুর বুদ্ধিজীবি করবস্থান, ঢাকা

১২৫৩

নীরবতার মধ্যে থাকে এক মুগ্ধতা,
যেখানে লুকিয়ে আছে অজানা মাধুর্যতা

কথারা যেন হারিয়ে যায়
তবু বোঝা যায়,
এই নীরবতায়
হৃদয় নিজেকে খুঁজে পায়

জীবনের প্রয়োজনে
নীরবতা আয়োজন
নাকি একাকীত্বের গভীরে ডুবে যাওয়ার আমন্ত্রণ?

তবুও আমি নীরবতার সাথে হেঁটে চলি,

নীরবতাই তো সত্য
বাকী সব মিথ্যে

আমি শব্দহীনতায় তৈরি করি
নুতন গান
নীরবতার সাথে বোনা হয় নতুন জীবনের মান

অক্টোবর ১২, ২০২৪, দুপুর ৩টা
মিরপুর, ঢাকা

১২৫৪

একটু দূরে দাঁড়িয়ে ছিলো
এক পুরনো বৃক্ষ,
তার ছায়া মিশে গিয়েছিলো সন্ধ্যার আঁধারে

পাখিদের কলকাকলিও
থেমে গেছে,
মনে হলো, এই মুহূর্তটাই সব

আসলে, কিছু বিকেল
এমনই হয়,
যেন হৃদয়ের গভীরে একটা স্পর্শ রেখে যায়,

কিছু না বলা কথা,
কিছু না বলা অনুভূতি
যা কেবল সেই সময়েই বোঝা যায়

অক্টোবর ১২, ২০২৪, দুপুর ৩টা
মিরপুর, ঢাকা

১২৫৫

কঠিন সময়গুলোতে নিজেকে
গোপন রাখাই ভালো।
ছায়ার সাথে মিশে থাকা জরুরী

খারাপ সময়টা,
নিজের মাঝে আড়াল করে রাখা উত্তম,
গা ঘেঁষে বসে থাকা
মানুষটিও যেন টের না পায়।

অক্টোবর ৮, ২০২৪ দুপুর ২টা
মিরপুর, ঢাকা