বলেছিলো
এতোটা কাছে এসো না
ধারন করতে পারবে না
অজানা এক রহস্য
টেনে নিয়ে গেল, অনেক দূর..
প্রথমে ভেবেছিলাম
অহংকার উপচে পরছে
একটু কাছে গিয়ে বুঝলাম
অত্মসম্মান আর অহংকারের মিশ্রন
আরো একটু কাছে এগোলাম
আবছা, ধোয়া ধোয়া আত্মসম্মান
স্পষ্ট বোঝা দরকার
আরো এগিয়ে গেলাম
যতোটা এগোলে, নি:শ্বাস ছুয়ে যায়
অহংকারের আলোকচ্ছটা
ঠিকরে বের হচ্ছে
ভয় পেয়ে গেলাম
ভীষন ভয়
অপেক্ষা করলাম, অহংকারের আলোটা
একটু স্তিমিত হউক
আর অপেক্ষা
করতে হোল না, আলোটার
নেভিগেশন, অন্য কোথাও...
অক্টোবর ১১, ২০২৪ দুপুর ১২টা
মিরপুর, ঢাকা