১২৪৬

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে
কথার।।
সবচেয়ে বেশি বিরক্ত হয়
কথায়।।

কথা বলার ধরন, অভিব্যক্তি, স্বর,
রুচিবোধ আর শব্দ চয়ন

শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায়
কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়
কথা দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায়.....

অক্টোবর ৪, ২০২৪  রাত ১২টা
মিরপুর, ঢাকা

১২৪৭

মাটির সাথে মনোমালিন্য
হলে
বীজ থেকে যায় নিস্ফলা অনন্তকাল

রিপুতাড়িত বীজের শরীরে
রূপান্তর ঘটে
ঈশ্বরের অনুমোদন ছাড়াই

অক্টোবর ৪, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা

১২৪৮

নৈশব্দের তীরে
আমার পোষমানা ঘোড়াটি
ঘাস খায়, একা

আর ও দূর থেকে ভেসে আসে
বাতাসের গর্জন
শীতল জলের অপেক্ষা তখনো

নিরীহ পাখির বাসায়
সন্ধ্যেটা কাটে অন্ধকারে

ওপারে সবুজ আলো জ্বলজ্বল করে!!

অক্টোবর ৪, ২০২৪ রাত ৮টা
মিরপুর, ঢাকা

১২৪৯

মতের অমিল, মনের মিল
মতের মিল, মনের অমিল

মতের মিল, মনের মিল
মতের অমিল, মনের অমিল

প্রথমটা, সাময়িক সমস্যা হলেও সম্পর্কে স্থায়ীত্ব দেয়।
তৃতীয়টা, ভালো মনে হতে পারে কিন্তু বৈচিত্রহীন,

মানুষ দ্বিতীয়টা খোজে এবং ভুল করে
চতুর্থটা নিয়ে কোন কথাই নেই

অক্টোবর ৫, ২০২৪ রাত ৮টা
মিরপুর, ঢাকা

১২৫০

কয়েকটা বছর
নিজের অজান্তেই’
আমি আতর এর ঘ্রাণে আসক্ত ছিলাম
দূর থেকে ভেসে আসা ঘ্রাণ
সার্বক্ষনিক,
মোহগ্রস্থ রাখতো

এরপর, হঠাৎ কোন এক বছরে
প্রবল বর্ষণ হলো
ধুয়ে মুছে গেল, আতরের ঘ্রাণ

আরো কিছুদিন আতরের ঘ্রাণ
নিঃশ্বাসে লেগে থাকতো
কখন যে বর্ষনে ধুয়ে মুছে গেছে
টের পাইনি

তারপর থেকে
আমার আর আতরে আসক্তি নেই
অথচ, স্মৃতিতে এখনো আতরের ঘ্রাণ পাই…

অক্টোবর ৭, ২০২৪, বিকেল ৩টা
ব্রেড অফিস, শ্যামলি, ঢাকা