১২৩৭

একবার দেবীতে অর্ঘ্য অর্পণ
করে, শুদ্ধ হয়েছিলাম
অত:পর,
সংকুচিত হয়েছি

অন্যবার মানুষকে
ভালোবেসে পরিশুদ্ধ হয়েছিলাম
অত:পর,
একা হয়ে গেছি

সেপ্টেম্বর ৩০, ২০২৪, দুপুর ১২টা
শ্যামলী, ঢাকা

১২৩৮

বুদ্ধিদীপ্ত চোখ অর্থময়
হয়ে ওঠে, অথচ
গোলকধাধা ছড়িয়ে দেয় লাল সংকেত
যেন বা, আধুনিক কবিতা

দর্শন শেখায় কিছু
বাকিটা জীবন;
উপলব্ধ জ্ঞান থেকে জন্ম নেয়
কবিতার কাঠামো

ক্যাফেটেরিয়ায় কফির উষ্ণ গন্ধ
কবিতায় লুকানো
গোপনবিদ্যা, আমাকে ফিরিয়ে দেয়
বাস্তবতার চূড়ায়

সেপ্টেম্বর ২৯, ২০২৪, বিকেল ৫টা
শান্তিনগর, ঢাকা

১২৩৯
জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য-

বিশেষ কারো কাছে একবার
ঠকাটা প্রয়োজন,

বাকী জীবনে আর ঠকতে হয় না
সে সম্ভাবনা আর থাকে না।

সেপ্টেম্বর ২৮, ২০২৪, রাত ১২টা
মিরপুর, ঢাকা

১২৪০

মাঝে মাঝে
থেমে যাওয়াটাও জরুরী
নীরবতার কাছে আত্মসমর্পন

যতোটা সম্ভব
নতজানু হওয়া, ক্ষমা চেয়ে নেয়া
বেচে থাকা এই পবিত্র
জীবনের কাছে

জীবনকে ফেলে দিলে
মূহুর্তে মিথ্যে হয়ে যায় সব অতীত
বরং, জীবন এবং ঘটনাপ্রবাহ
চলুক সমান্তরাল...

সেপ্টেম্বর ২৭, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১২৪১

সময়ের অভিঘাতে হেটে চলেছি
ক্ষুধার অহংকার জড়িয়ে
মিরামিষভোজী গৌতম বুদ্ধের
সাধনার মতো

অস্পষ্ট উচ্চারণে "ধন্যবাদ"
আমি রেসপন্স করি না
এরপর
কি বলা উচিৎ আমার জানা নেই

আমি হেটে চলি সময়ের অভিঘাতে...

সেপ্টেম্বর ২২, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১২৪২

আমি তোমাকে নিয়ে লিখি
কিন্তু, তোমার জন্য লিখি না

আমার ভাবনায় তুমি থাকো
কিন্তু, তোমার জন্য ভাবি না

আমি তোমাকে সাথে নিয়ে ঘুড়ে বেড়াই
কিন্তু, তুমি আমার সাথে থাকো না

সেপ্টেম্বর ২১, ২০২৪, দুপুর ৩টা
রাজির চর, ডাক ভাংলো, কুড়িগ্রাম
১২৪৩

আকাশটা রোজ বদলে যায়
কারো কারো জীবনও
এমন; রোজ বদলে যায়

আকাশের বিশালতার নীচে
জীবনেরও একটা কিছু বলার থাকে
সম্ভাবনাগুলো বাচে

শুধু একটু মিলিয়ে নিতে হয়;
ঘুরে দাড়াবার জন্য
জীবনের সাথেই সমঝোতা করতে হয়

সেপ্টেম্বর ১৯, ২০২৪ ভোর ৬টা
রাজিপুর, ডাকবাংলো, কুড়িগ্রাম

১২৪৪

স্মরনে ক্ষরণে প্রতিদিন
ভেতর ও বাহিরের সাথে সংলাপ
কল্পিত আয়োজনে
সময়কে উদযাপন; অনতিক্রম্য নষ্টালজিয়ার শোষন

মানুষ মাছির চেয়েও দুর্বল
অথচ
বর্তমানবাদীদের দুর্দান্ত সক্ষমতার নিদর্শন
দৃষ্টিসীমায় অপলক দর্শন

ঈশ্বরের কাছে
সময়ের ধারনা নেই, সমান ও সমান্তরাল
অথচ
মানব সৃষ্টির চরম বিপর্যয়, সময়ের কাল

সেপ্টেম্বর ১৮, ২০২৪, সকাল ৯টা
বালামারি চর, কুড়িগ্রাম

১২৪৫

এড়িয়ে যেতে চাই যতো
ভাবনাগুলো আকড়ে ধরে ততো
প্রতিনিয়ত

ভুলে যেতে চাই যখন
অবচেতন মনে তুমি এসে সামনে দাঁড়াও
যখন তখন

ফিরে যেতে চাই
নিজ ভুবনে, বর্তমানে থেকে
অতীত স্মৃতিগুলো মনে বসে জেঁকে

সেপ্টেম্বর ১৭, ২০২৪, সকাল ৯টা
বালামারি চর, কুড়িগ্রাম