বাতাসের নীরবতায়
দোল খায় মানুষের বিবেক
পিনপতন নীরবতা!!
অথচ, শুনেছি, এমন নীরবতা কেবল
বিচার দিবসেই পাওয়া যাবে
সকালের কুয়াশা যেন পৃথিবীর শ্বাস
অথচ, আমার বিষাদ
নীরবতার বিষাদ
এবং, বিষাদের নীরবতা
বৈপরিত্য, নাকি পরিপূরক!?!?
শূন্যে এসে থেমে যায় সবাই
এসো কফি খেতে খেতে আড্ডায় মেতে উঠি
শূন্যতায় বিনির্মান হউক
আত্মার শুদ্ধতা
পৃথিবীরও একটি নিজের গল্প আছে
আমার, আমাদের মতো.....
সেপ্টেম্বর ১২, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা