আমরা অনুসন্ধানরত ছিলাম
অবশেষে
একজন মহামানব এলেন
তিনিও অনুসন্ধানরত ছিলেন

বললেন
জীবনকে অনুসন্ধান করো
অথবা উপভোগ করো এবং
উদযাপন করো
অথবা দুটোই

তিনি অন্যকে অনুপ্রানিত করলেন
জীবনের সাথে মিশে গেলেন
আমি ফিরে গেলাম
নিজ দেহের ভেতর, ডুবে গেলাম
নিশ্চিত দূর দিগন্তে

ব্যাথাতুর ঘুম
তৃপ্তিময় ঘুমের ঘেরাটোপ
অত:পর
আর কোনদিন গল্পটা বলা হবে না

নিরাবেগ কথা
গভীর ঘুমের চূড়ান্ত বিষ্ময়
অত:পর
আর গল্পটা লিখা হবে না, অসমাপ্ত..

সেপ্টেম্বর ১১, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা