কাছে থেকেও দূরে



চুপচাপ থেকে যাবো

কাছে থেকেও দূরে,
এইভাবে থেকে থাকা

তোমার ছোঁয়ায় ছুঁয়েও
কিছুটা দূরে থাকি

আলোর পথে চলে
অন্ধকারে থেকে যাই

তোমার ছায়ায় দাঁড়িয়ে,
দূরে থেকে থাকা হয়

সেপ্টেম্বর ৮, ২০২৪, সকাল ৯টা
ব্রেড অফিস, শ্যামলী, ঢাকা



কাছে থেকেও অনেক দূরে
যেনো আকাশ, যেনো সুরে
স্পর্শ পাই, তবু নেই

চোখের দেখা, মনের ব্যথা
কাছে থেকেও দূরে থাকা

হৃদয়ের গান বেজে ওঠে,
মেঘের ছায়ায় জোছনা পুরে

তোমার ছায়া ছুঁতে চেয়ে
আজ রয়েছি অনেক দূরে

সেপ্টেম্বর ৮, ২০২৪, সকাল ৯টা
ব্রেড অফিস, শ্যামলী, ঢাকা



দূরত্ব বজায় রেখে উপস্থিত থাকি

থেকে যাবো দূরে কোথাও
তোমার পথের পাশে
অন্ধকারেই  বসে

স্পর্শহীন একলা মনে
থাকি আমি পড়ে
থেকে থেকেও থাকবো শুধু, আড়ালে
শব্দহীন শব্দের পাখা মেলে

সেপ্টেম্বর ৮, ২০২৪, সকাল ৯টা
ব্রেড অফিস, শ্যামলী, ঢাকা



শব্দহীন সেই সন্ধ্যা বেলায়
দূরত্বে থাকি আমি
স্মৃতির ভেলায় ভেসে যাই
অতীতের আলো তারায়

তবুও থেকে যাই নিঃশব্দে
নিরাপদ দূরত্বে
ঘন দূরত্বে মিশে গিয়ে
থেকে যাই অপূর্ণ অনুভবে

কাছে থেকেও দূরে
তুমি থাকো নিশ্চিন্ত সুখে

সেপ্টেম্বর ৮, ২০২৪, সকাল ৯টা
ব্রেড অফিস, শ্যামলী, ঢাকা



কাছে থাকি, অথচ নেই,
দৃষ্টির মাঝে পথগুলো
অচেনা হয়ে যায়

শব্দ শুনি আমি
তবু বোঝা হয় না ভাষা

কাছে থাকি, অথচ নেই,
মনের দূরত্বে বাঁধা

চোখে চোখ রেখে পথ চলি
তবুও থামে না যাত্রা

সেপ্টেম্বর ৮, ২০২৪, সকাল ৯টা
ব্রেড অফিস, শ্যামলী, ঢাকা