শূন্যাতার দেয়াল ঘেঁষে


প্রশ্নগুলো ঝুলে থাকে বাতাসে,
দেয়ালের ওপারে কিছু কি আছে?
নাকি শুধুই শূন্যতা
একান্ত নিশ্চুপ

প্রতীক্ষায় থাকি সেই মুক্তির ক্ষণ,
আলোর ছোঁয়ায় ভরবে মন
শূন্যতা এবং জীবনের বাঁধা
দেয়ালের প্রতীকী চিত্রায়ন

সেপ্টেম্বর ৭, ২০২৪, সকাল ১০টা
ব্রেড অফিস, শ্যামলী, ঢাকা


শূন্যতার দেয়াল ঘেষে দাঁড়াই
নিঃশব্দে বয়ে যায়
সময়ের ঢেউ

শব্দহীনতার মাঝেও
খুঁজি পাই সুর
দেয়ালের ফাঁকে গলে আসে আলো

শূন্যতার দেয়াল ঘেষে তবু দাঁড়াই,
ভয়হীন প্রাঙ্গণে

সেপ্টেম্বর ৭, ২০২৪, সকাল ১০টা
ব্রেড অফিস, শ্যামলী, ঢাকা


শূন্যতার দেয়ালে
আঁকা জীবন-চিত্র,
রঙহীন, শব্দহীন, নীরব, তবু
অদ্ভুত মিত্র

শূন্যতার সাথেই আপন প্রান
অপেক্ষাগুলোর তখনো আহ্বান

তবু প্রতীক্ষা, তবুও ঠায় দাঁড়িয়ে থাকা
ছন্দহীন সময়ে ছন্দবদ্ধ চিত্র আঁকা

সেপ্টেম্বর ৭, ২০২৪, সকাল ১০টা
ব্রেড অফিস, শ্যামলী, ঢাকা


কথা জমে ছিল, বলতে চেয়েছি,
তবু দেয়ালের ওপারে
কেউ শোনেনি

অবিরাম ভাঙতে চেয়েছি নীরবতার দেয়াল,
শূন্য হাতে
ফিরেয়ে দিয়েছে বেখেয়াল

দেয়ালের ছায়ায় মিশে গেছে
স্বপ্নেরা সব
ফিরে আসেনি আর
ভেতরে জমে ছিল সব ক্ষোভ

সেপ্টেম্বর ৭, ২০২৪, সকাল ১০টা
ব্রেড অফিস, শ্যামলী, ঢাকা


আকাশের শেষে খুঁজে ফিরি
একটুখানি রোদ্দুর
তবু হাতের মুঠোয় মেলে শুধু
নিঃশেষ সুর ধূসর

প্রশ্নের পর প্রশ্ন, উত্তরহীন পথ,
শূন্যতার ওপারেও কি আছে?
তুমি কি আছো
সেই শূন্যতার শেষ প্রান্তে?

সেপ্টেম্বর ৭, ২০২৪, সকাল ১০টা
ব্রেড অফিস, শ্যামলী, ঢাকা