নিজের সাথে কথোপকথন


নিঃশব্দ রাতের আঁধারে
আমি কথা বলি, নিজের সাথে
আলো খুঁজে পাইনা,
অন্ধকারে মিলায় সত্তা

কেন এতো প্রশ্ন জমা,
কেন কোন উত্তর নেই?
নিজের কাছে নিজের জিজ্ঞাসা, কী চাই, কী চাইনা!

অতীতের ছায়া, ভবিষ্যতের ডাক,
আজকের দিনটাতে আটকে থাকি

সেপ্টেম্বর ৫, ২০২৪, বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


একলা আমি, অথচ একা নই,
মনের মাঝে অজস্র কোলাহল;
প্রশ্ন করে নিজেই উত্তর খুঁজি,
কোথায় যাবো? কোন সে দিকপাল?

নিজের ছায়া, সঙ্গ দেয় চুপচাপ,
স্বপ্নগুলো ভাঙে আবার জোড়ে,
ভেতরের ঢেউ থামে না
চলমান, প্রবাহমান…

একা, অথচ নিঃসঙ্গ নই,
নিজের সাথে চলি আপন পথে
আলোর খোঁজে, অন্ধকারে হেঁটে,
নিজের মাঝে খুঁজে নিই সত্ত্বা, নতুন করে

সেপ্টেম্বর ৫, ২০২৪, বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


নীরব রাতে, চুপচাপ বসে,
নিজের সাথেই কথা বলি
তবুও যেন আপন ছায়া ছুঁই

প্রতিটি শব্দ মনের গহীনে,
প্রশ্ন হয়ে আসে বারবার
কেন এত দ্বিধা, এত সংশয়,
তবুও পথ খুঁজে ফিরি

সেপ্টেম্বর ৫, ২০২৪, রাত ৮টা
মিরপুর, ঢাকা


নিজের সাথে কথা বলে যাই,
স্বপ্নের জালে বাঁধা জীবনের পথ
নাকি ছুটে চলা অবিরাম গন্তব্যে?

আলো-ছায়ার খেলায় নিজেকে দেখি,
কখনো ভাঙা, কখনো গড়া
নিজের সাথেই আপন গল্প

আলো খুঁজে চলি মনের তলে
নিজের ভেতর যুদ্ধে নামি
এই পথ চলায় একাই আমি,

সেপ্টেম্বর ৫, ২০২৪, রাত ৮টা
মিরপুর, ঢাকা


স্বপ্নগুলো যেন ধূসর বর্ণের
তবুও মনে হয় রঙিন পৃথিবী;
কথা বলি চুপচাপ মনে
যেখানে কেউ নেই, শুধু আমি

মনের ভেতর গভীর তৃষ্ণা
তবুও থেমে যাই না
নিজের সাথেই চলে কথা
এই পথটা অজানা

সেপ্টেম্বর ৫, ২০২৪, রাত ৮টা
মিরপুর, ঢাকা