পালিয়ে বাঁচতে চাই


পালাতে চাই—

এই কংক্রিটের বন
ধোঁয়াটে বাতাস
নির্লিপ্ত মুখের ভিড় থেকে
প্রেমহীন জীবন থেকে
,
নিজেকে খুঁজে পাইনা আর
নিঃশ্বাসগুলোও নিয়মিত,
কিন্তু স্পন্দনহীন অনুভূতি
হারানো স্বপ্নের শুধুই আকুতি

ব্যস্ততার এই পৃথিবী থেকে
মুক্তি চাই
একফোঁটা শান্তি চাই
পালিয়ে বাঁচতে চাই

কোথায় পালাবো?

সেপ্টেম্বর ১, ২০২৪, সকাল ১১টা
শামলী, ঢাকা



পালিয়ে বাঁচতে চাই—
এই বিষাদের বৃত্ত থেকে
যেখানে প্রতিদিনের যন্ত্রণা
দগ্ধ করে মনকে
জীবন মনে রাখে না জীবনকে

পালিয়ে বাঁচতে চাই—
কোলাহলময় এ পৃথিবী থেকে,
যেখানে কেউ শুনে না কারো কথা,
মুখোশ মূখোশে লুকিয়ে থাকা
আত্মার চিৎকার নীরবে থাকে গাঁথা

পালিয়ে বাঁচতে চাই—
নিঃসঙ্গতার গাঢ় ছায়া থেকে,
স্বার্থপরতার ফাঁদ থেকে

তাই পালিয়ে বাঁচতে চাই—
অজানার পথেই হয়তো মুক্তি পাই

সেপ্টেম্বর ১, ২০২৪, সকাল ১১টা
শামলী, ঢাকা


জীবনের একটি গাঢ় ছায়া,
যেন প্রতিদিন আরও গভীরে টানে,
নিঃশব্দ ঘরে প্রতিধ্বনিত হয়,
নিঃসঙ্গ হৃদয়ের কাঁপন

পালাতে চাই—
এই নির্জনতার বিষাক্ত ফাঁদ থেকে,
যেখানে খুঁজে পাই না কোনো মুক্তি
একাকীত্বের এই ভারী বোঝা,
নিস্পন্দ বাতাসের মতো,
দম বন্ধ করে দেয়,
সবকিছু যেন হয়ে যায় অর্থহীন

পালাতে চাই—
একটুখানি আলোর দিকে,
যেখানে আবার বাঁচতে পারি নতুন করে
সেপ্টেম্বর ১, ২০২৪, সকাল ১১টা
শামলী, ঢাকা



এই শূন্যতার কণ্ঠস্বর,
আমাকে ডাকে দিনের পর দিন
ঘিরে ধরে অদৃশ্য শিকল
বেঁধে ফেলে নিঃসঙ্গতার ঘরে

পালাতে চাই—
নিজের ভিতরের
এই শূন্যতা থেকে
এই একাকীত্বের বন্দীখানা থেকে

নতুন সূর্যের আলোয়
আবিষ্কার করতে চাই আবার নিজেকে
জীবনকে উদযাপন করতে চাই
নিজের মতো করে

সেপ্টেম্বর ১, ২০২৪, সকাল ১১টা
শামলী, ঢাকা



অন্ধকারের গাঢ় পর্দার ওপারে,
যেখানে কোনও ব্যথা নেই,
কোনও বেদনার ছোঁয়া নেই

সব দুঃস্বপ্নের অতীতের মতো,
সব ভুল, সব আঘাত,
যা হৃদয়ের গভীরে রেখে যায় দাগ

যেখানে আমি থাকবো—
হারিয়ে যাবো সবকিছু থেকে, চিরতরে…..

সেপ্টেম্বর ১, ২০২৪, সকাল ১১টা
শামলী, ঢাকা