নিজের সাথে লড়াই


অন্যের থেকে পালানোর
নানা উপায় আছে
কিন্তু, নিজের থেকে পালাবো কি করে?

অন্যের সাথে লড়াইয়ে জেতার
প্রশ্নটা অনেক পরের;
আগে তো নিজের সাথে লড়াইয়ে জিততে হবে!!

এক জীবনে
নিজের সাথে লড়াইটা ই শেষ হয় না?!?!

অগাষ্ট ৩১, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা


আমার মনে
একটা শহর আছে, একটা
উপ-শহরও আছে
দুটোতেই প্রবেশাধিকার আছে

থাকতে চাই
উপ-শহরে, প্রানকেন্দ্রিক জীবন চাই
অথচ, পুরোটা সময় অপচয়
হয়ে যাচ্ছে এই শহরে

অগাষ্ট ৩১, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা


নিজেকে বলি প্রতি মুহূর্তে
, "থামো এক্ষুনি”
এই পৃথিবী নয় তোমার, যুদ্ধ থেকে সরে দাঁড়াও"

কিন্তু হৃদয়ের গভীরে ডাক আসে,
"লড়াই করো, নিজের জন্য, নিজের সাথেই যুদ্ধে জড়াও।"
প্রতিদিনের সংগ্রাম, প্রতিটি মুহূর্ত,
নিজেকে খুঁজে পাওয়ার লড়াই

পথের শেষেই হয়তো অপেক্ষা করছে
আলো!!

হেরে যাও, তবুও আবার ওঠো,
নিজের ভেতরে এক নতুন শক্তি খুঁজে নাও

যে যুদ্ধে নেই কোনো শত্রু, নেই কোনো মিত্র,
সেই যুদ্ধে আমি আসল যোদ্ধা,
আমিই আমাকে জিতিয়ে দিতে পারি

অগাষ্ট ৩১, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা


আমার ভিতরে লুকানো এক আমি,
যার সাথে আমার প্রতিদিনের লড়াই;
সে যেনো এক ভয়ানক দানব
আমার স্বপ্নের পথে বাঁধা হয়ে দাঁড়ায়

অথচ, হৃদয়ে শুনি
এক দুর্বার ডাক, "হাল ছাড়বে না"
এই লড়াই শুধু আমার,
কেউ নেই পাশে, কেউ নেই সামনে,
কেউ থাকবে না
কেউ কখনো ছিল না

নিজের ছায়ার সাথেই যুদ্ধ
প্রতিদিনের, প্রতি মুহূর্তের

এ লড়াই
আমার একার, আমার সাথেই আমার লড়াই

অগাষ্ট ৩১, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা