১২৩২

ইদানিং আনন্দগুলোও
লুকিয়ে থাকে বিষন্ন
মৃত বাতাসের শরীরে

একদিকে আশ্চর্য আদিম আনন্দ
অন্যদিকে রোগার্ত দৃশ্যবলী

সমুদ্রের তটরেখা ঘেষে
অদৃশ্য হয়ে যাই আমি
পৃথিবীর কোলাহল থেকে, নিজের থেকেও

অগাষ্ট ২৮, ২০২৪, রাত ৯টা
মিরপুর, ঢাকা

১২৩৩

প্রকৃত দৃশ্যের আড়ালে
হলুদ শব্দরা কাঁদে

ঘন অন্ধকারের ভেতর
হেটে যায় পরাজিত যুবক

ঐশ্বরিক স্মৃতিগুলো
কেঁপে ওঠে বার বার

বাস্তবতা এমনই হয়
আমরা বুঝি কিংবা না বুঝি
মেনে নিতে হয়, কষ্টের দহনে পুড়ে

অগাষ্ট ২৮, ২০২৪, রাত ৯টা
মিরপুর, ঢাকা

১২৩৪

একা একা শহরের পথে,
লোকের ভিড় আর হো হো গুঞ্জন,
মন চলে যায় নিরবতা খোঁজে,
শব্দহীন অন্ধকারের ভেতর।

রাতের শহরের আলোয়,
বিপণির জানালা, ঝলমল সাইন,
অলিতে গলিতে বর্ণিল স্বপ্ন,
অথচ হৃদয়ে একচিলতে নিঃসঙ্গতা।

অগাষ্ট ২৮, ২০২৪, রাত ৯টা
মিরপুর, ঢাকা

১২৩৫

শহরের করিডোরে হাঁটছি,
সবাই সেলফি তোলার ভিড়ে,
মৃত গাছের মতো বাঁচা,
যান্ত্রিক সঙ্গমের আধুনিক জীবন।

মনে পড়ে অদ্ভুত শান্তির দিন,
যখন প্রতিটি কথা ছিল মুখোমুখি,
এখন, শুধু কিবোর্ডের ক্লিক,
মনের ভিতরের অন্ধকার লুকোনো।

বিকেলের সূর্য যখন ডুবে,
স্ক্রিনের আলোই আলো,
একটি স্ট্যাটাস আপডেট,
আমাদের স্মৃতির কাল্পনিক ভান।

এভাবেই চলতে থাকে,
যান্ত্রিক জীবন, চলন্ত সময়,
ডিজিটাল দিনের যাত্রায়,
ভুলে যাই মানবিক সত্তার ধ্বনি।

অগাষ্ট ২৮, ২০২৪, রাত ১১টা
মিরপুর, ঢাকা

১২৩৬

ইনবক্সে ভেসে আসে প্রতিদিন,
একটি স্ক্রল, হাজার শব্দের ঢেউ,
মেসেজের স্রোতে হারানো মুহূর্ত,
অসংখ্য লাইকের মাঝে হারিয়ে যাই।

আলোচনার ফাঁকে চলে যায় সময়,
ভিডিও, পোষ্ট, হ্যাশট্যাগের যন্ত্রণা,
মুখোমুখি কথোপকথনের বদলে,
স্ক্রীনের অন্ধকার, জুড়ে দেওয়া ফাঁকা।

মন খুঁজে ফেরে জীবনের অনুভব,
নকল হাসির মধ্যে একটি আসল মুখ,
বিভক্ত আলোচনার মাঝে খুঁজে পাই,
একটি টেক্সট মেসেজে থাকা আত্মার স্পর্শ।

অগাষ্ট ২৮, ২০২৪, রাত ১১টা
মিরপুর, ঢাকা