১২২৬
বস্তুর রূপান্তরে তৈরি হয়
বৈপরীত্যের জ্ঞান
মানুষের মধ্যে বৈপরীত্য থাকে
আমরা দেখতে পাই না, সব সময়

হঠাৎ
মানুষের বৈপরীত্য চোখে পড়ে
অথচ বোকার মত
মানুষগুলোকে ভালো মনে করি

দেবতুল্য ভাবনায়
পুজো করি
আসক্ত হয়ে যাই

অগাষ্ট ২৪, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১২২৭
প্রজাপতির পাখার কারু কৌশল
মুগ্ধ দৃষ্টিতে দেখি
কৌশলের পেছনের গল্পটা জানা
হয়নি, আজো অবধি

মধু সংগ্রহ মূল উদ্দেশ্য
বদলে ফেলে অহংকার
ঈশ্বরের কৌশলী সৃষ্টি প্রজাপতি
মানুষের বোধ্যগম্যতার বাইরে

অগাষ্ট ২৪, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১২২৮
আমার ঘরে মধ্যরাতে বাজে
সময়ের অন্ধ সঙ্গীত
খুব নীরবে
টিকটিকি কান পেতে শোনে

আমার ঘরে নিঃসঙ্গ
নির্জনতার কণ্ঠস্বর
নিঃশব্দ রহস্য সৃষ্টি করে
আমি ধ্যানমগ্ন থাকি

জীবনকে ছুঁয়ে ছুঁয়ে বয়ে
চলে শীতলক্ষ্যার শীতল জল

আমি ধ্যানমগ্ন থাকি

অগাষ্ট ২৪, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১২২৯
নগর বিক্সায় ঘুরে বেড়ানো
মেয়েটি
একদিন কফি খেতে এসেছিল
একা

কাকে যেন কথা দিয়ে এসছে
তাড়া ছিল বেশ
খুব দ্রুতই চলে গেল এবং
হারিয়ে গেল

অগাষ্ট ২৪, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১২৩০
রহস্যের পানশালায়
স্বেচ্ছায় এসেছিলে তুমি
পানশালাটা আজও আছে
রহস্যটুকু নিজের মনে করে নিয়ে গেছ

স্পর্শের শ্রেষ্ঠ ভাষা
রহস্যের মধ্যেই লুকানো ছিল
আর শেখা হলো না
ভাষাহীন পৃথিবী, আমার বর্তমান আবাসস্থল

অগাষ্ট ২৪, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১২৩১
সময়ের অভিঘাতে
আমরা হেটেছি অনেক, একসাথে
ব্যারেল ব্যারেল অক্সিজেন
খরচ করেছি, নিঃসঙ্কোচে

আকাঙ্ক্ষার জাগরণে
ঘুমজাগা প্রগলভ ইচ্ছেগুলো
এখন মৃত প্রায়
কোন এক বিকেলে প্রাণশক্তি হারিয়েছিল

তোমার ফিরে যাবার পথ
ইচ্ছেগুলো বাঁধা হয়নি

অগাষ্ট ২৪, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা