১২২১
বিশ্বাসী চাঁদও
বিশ্বাসঘাতকতা করতে পারে
সূর্য্যের প্রখর আলোয়
নিমিষেই লোভী হয়ে উঠতে পারে
নির্লোভ চাঁদও
ফাঁদে পড়তে পারে
মরুভুমির চিকচিকে রাস্তায়
স্বপ্ন কুড়াতে হাটতে পারে
বিশ্বস্ত চাঁদও
গাছের ডালের মতো সরু হতে পারে
মানুষকে ধাঁধায় ফেলতে পারে
আচমকা সিদ্ধান্ত বদলে ফেলতে পারে
জুলাই ১৪, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১২২২
তোমার স্নায়ুর ভেতর
আমার বিষন্নতা প্রবাহিত হয় না
একটা দীর্ঘ স্মৃতি
কিভাবে বহন করবে তুমি??
তোমার প্রতিদিনের উচ্ছল
নুতন জীবনে, স্মৃতিগুলো প্রতিফলিত হয় না
একটা দীর্ঘ স্মৃতি
কিভাবে বহন করবে তুমি??
অলিখিত প্রতিশ্রুতির
কোন চিন্থ নেই তোমার প্রতিদিনের আচরণে
একটা দীর্ঘ স্মৃতি
কিভাবে বহন করবে তুমি??
জুলাই ২৩, ২০২৪ রাত ১০টা
মিরপুর, ঢাকা
১২২৩
নির্জনতার স্বর কি
অনুভবে আসে
আমি ছুঁয়ে দিতে চাই নির্জনতাকে
ডুবে যেতে চাই
নির্জন কন্ঠ স্বরের অদৃশ্য শরীরে
আমার অনুভবে রইলো
তোমার নীরব প্রস্থান; এবং
প্রতারিত বর্তমান
জুলাই ২৩, ২০২৪ রাত ১০টা
মিরপুর, ঢাকা
১২২৪
তোমার সাথে ছিল
অনেক কথা
স্বপ্নের বীজ বোনা অনেক গল্প
হঠাৎ কোন এক বিকেলে পাল্টে গেল সব
কেমন আছো, ভালো আছি, এইতো কথা
গল্পটা হয়ে গেল অল্প
অগাষ্ট ১৬, ২০২৪, সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা
১২২৫
নিঃশব্দ রাত
কখনোই পুরোপুরি নিঃশব্দ হয় না,
তখনো দেখা যায় বুকের ভেতরে
ধুপ ধুপ করে শব্দ হচ্ছে।
নিঃশব্দ রাত
কখনোই একাকী হয় না
একাকীত্বের সাথে বসত করে নিঃসঙ্গতা
একে অপরের সাথে লীন হয়ে যায়
অগাষ্ট ২৫, ২০২৪, সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা