ভালো লাগছিলো
দেয়ালগুলো সব রঙিন হয়ে
হেসে হেসে কথা বলছে

অথচ বিভেদের আওয়াজ
আজও না থামছে

ভালো লাগছিলো
মগজে মহাবিশ্ব, হৃদয়ে স্বপ্ন জেগে উঠছে
সহমর্মিতার কম্পন হচ্ছে

অথচ, বিভ্রান্তির আওয়াজ
কেউ কেউ অবিরত দিয়ে যাচ্ছে

ভালো লাগছিলো
মানুষগুলো মানবিক হয়ে উঠছে

নুতন একটি পতাকা পতপত করে উড়ছে
অথচ, ঘাপটি মেরে থাকা
অদৃশ্য শক্তি ভিন্ন মোড়কে মাথা চাড়া দিচ্ছে

তবে কি
মতাদর্শের ভিন্নতায় বিভেদ কাম্য?
মানবতার ছদ্মবেশে হিংস্রতার জয় আজন্ম?
উদারনৈতিকতার মোড়কে বিভ্রান্ত হবে নুতন প্রজন্ম?

আগষ্ট ১৫, ২০২৪ দুপুর ১২টা
মোহাম্মদপুর, ঢাকা